দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আগস্ট মাস শুরু হতে না হতে রাজ্যে নিম্নচাপের আগমন ঘটেছিল, যার জেরে সমগ্র দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ঝড় এবং বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছিল। গত পরশু এবং গতকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে যথেষ্ট বৃষ্টি হয়েছে, এমনকি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বৃষ্টিতে ছারখার পর্যন্ত হয়ে গিয়েছে। এমতাবস্থায় কবে বৃষ্টি কমবে এবং পরিস্থিতি স্বাভাবিক হবে তা জানতে উৎসুক হয়ে উঠেছেন সমগ্র বাংলার সাধারণ জনগণ। আর তাতেই রাজ্যবাসীর সুবিধার খাতিরে, পশ্চিমবঙ্গের আবহাওয়া সংক্রান্ত সমস্ত প্রকার প্রশ্নের উত্তর দিতে উদ্যোগী হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা।

the-possibility-of-heavy-rain

পশ্চিমবঙ্গে বসবাসকারী সাধারণ জনগণের প্রশ্নের উত্তরে আলিপুর আবহাওয়া দপ্তরের কর্মকর্তাদের তরফে জানানো হয়েছে যে, আজ অর্থাৎ ৪ ই আগস্ট থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। গতকাল রাজ্যের দক্ষিণ দিকের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তবে বৃষ্টি কমার সাথে সাথে রাজ্যের বিভিন্ন জেলাতে তাপমাত্রা পুনরায় বাড়তে শুরু করবে, সাথে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। হাওয়া অফিসের তথ্য অনুসারে জানা গিয়েছে, আজ কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজায় থাকবে। অন্যদিকে, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে আরো জানা গিয়েছে যে, আজ পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে শুধু পুরুলিয়াতেই নয়, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানের মত জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকেই বৃষ্টি কমার পূর্বাভাস থাকলেও কলকাতা, বাঁকুড়া, বর্ধমানের মত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:- আবারো শুরু হতে চলেছে গ্যাসের ভর্তুকি, জানালো কেন্দ্র সরকার।

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে প্রকাশিত তথ্য অনুসারে আরো জানা গিয়েছে যে, দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কমলেও আগামী দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে ক্রমাগত হারে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। হাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে আজ থেকেই উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মালদহ এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে। তবে শুধুমাত্র উপরোক্ত জেলাগুলি নয় উত্তরবঙ্গের সমস্ত জেলাতে আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত তথ্য অনুসারে। যদিও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বর্ষণ হলেও তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই, এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের কর্মকর্তাদের তরফ।

Leave a Comment