সাধারণ মানুষের কল্যাণের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী বিভিন্ন প্রকার প্রকল্পগুলির মধ্যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনা অন্যতম উল্লেখযোগ্য। ২০২০ সালে সমগ্র ভারতজুড়ে করোনা মহামারী চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে কেন্দ্রীয় সরকারের তরফে এই যোজনা কার্যকর করা হয়েছিল। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে রেশন ব্যবস্থা পরিচালনা করা হয়ে থাকে। একজন ব্যক্তি তার সারা জীবনব্যাপী রেশন কার্ডের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে কিংবা স্বল্পমূল্যে রেশন পেয়ে থাকেন। তবে এক্ষেত্রে প্রশ্ন হল কোনো ব্যক্তির মৃত্যুর পর তার রেশন কার্ডটি কি করতে হবে। আর এই প্রশ্নের উত্তরে বলতে হয় যে, কোন ব্যক্তির মৃত্যু ঘটলে তার রেশন কার্ডটি বাতিল করার জন্য আবেদন জানানো প্রয়োজন।
এক্ষেত্রে পুনরায় যে প্রশ্নটি আসে তা হলো, কিভাবে কোন মৃত ব্যক্তির রেশন কার্ড বাতিল করা সম্ভব। আর এই প্রশ্নের উত্তরে বলা যায়, পশ্চিমবঙ্গের খাদ্য ও সুরক্ষা দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বাড়িতে বসেই আপনার পরিবারের মৃত সদস্যের রেশন কার্ড বাতিল করার জন্য আবেদন জানাতে পারবেন। আজ্ঞে হ্যাঁ, বর্তমানে আপনার পরিবারের মৃত আত্মীয়ের রেশন কার্ড বাতিল করার জন্য আপনাকে রেশন দোকানের কিংবা বিডিও অফিসের লম্বা লাইনে দাঁড়িয়ে ঝক্কি পোহাতে হবে না। চলুন তবে জেনে নেওয়া যাক কিভাবে আপনারা বাড়িতে বসেই খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার মৃত আত্মীয়ের রেশন কার্ড বাতিল করার জন্য আবেদন জানাতে পারবেন:-
১. রেশন কার্ড বাতিলের আবেদন জানানোর জন্য আপনাকে পৌঁছে যেতে হবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in/ এ।
২. খাদ্য এবং সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেইজে আপনি রেশন সংক্রান্ত পরিষেবা পাওয়ার ক্ষেত্রে কার্যকর নানা ধরনের পোর্টাল এবং অপশনগুলি দেখতে পাবেন। এই সমস্ত অপশনগুলির মধ্যে থেকে আপনাকে CITIZEN’S HOME অপশনটি বেছে নিতে হবে।
৩. এরপর আপনার সঙ্গে যে নতুন পেজটি আসবে তার একেবারে নিচের দিকে থাকা REPORT ABOUT DUPLICATE/DEATH/INELIGIBLE CATEGORY OF A RATION CARD HOLDER অপশনটিতে ক্লিক করুন। উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে থাকা REPORT TYPE অপশনের অধীনে আপনি কেন রেশন কার্ড বাতিল করতে চাইছেন তার সঠিক কারণ নির্বাচন করতে হবে। যেহেতু আপনি আপনার পরিবারের সদস্যের মৃত্যুর কারণে রেশন কার্ডটি বাতিল করতে চাইছেন সুতরাং আপনি DEATH DRC অপশনটি বেছে নেবেন। তবে কেউ যদি কোন নকল রেশন কার্ডের বিরুদ্ধে অভিযোগ করতে চান তবে তিনি DUPLICATE DRC অপশনটি বেছে নেবেন।
৪. পরবর্তীতে আপনাকে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি সঠিকভাবে বেছে নিতে হবে (AAY, PHH, SPHH, RKSY-I, RKSY-II এই পাঁচ প্রকারের রেশন কার্ডের মধ্যে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী নির্বাচন করে নিন) এবং রেশন কার্ডের নম্বরটি সঠিকভাবে সঠিক স্থানে লিখতে হবে। এরপর আপনাকে ক্যাপচা কোডটি সঠিকভাবে লিখতে হবে এবং SEARCH বাটনে ক্লিক করতে হবে।
৫. উপরোক্ত অপশনে ক্লিক করলেই ওই পেজটির নিচের দিকে আপনি রেশন কার্ড হোল্ডারের নাম, পিতার নাম, বয়স, ঠিকানা, আধার নম্বর সহ অন্যান্য তথ্যগুলি দেখতে পাবেন। রেশন কার্ডটি বাতিল করার জন্য এই সমস্ত অপশনের নিচে থাকা REPORT অপশনে ক্লিক করুন।
৬. এরপর আপনার সামনে পুনরায় একটি নতুন পেজ আসবে তাতে আপনাকে আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর সঠিকভাবে লিখতে হবে। (এক্ষেত্রে মৃত ব্যক্তির রেশন কার্ডটি যে ব্যক্তি বন্ধ করতে চাইছেন তার নাম ঠিকানা এবং ফোন নম্বর লেখা আবশ্যক। অর্থাৎ আপনি যদি অন্য কোন ব্যক্তির জন্য আবেদন জানিয়ে থাকেন তবে উক্ত ব্যক্তির পরিবারের সদস্যের নাম, ঠিকানা এবং ফোন নম্বর উল্লেখ করবেন)। এরপর GENERATE OTP অপশনে ক্লিক করার মাধ্যমে আপনাকে OTP ভেরিফিকেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
৭. OTP ভেরিফিকেশনের প্রক্রিয়াটি সম্পন্ন হলে পোর্টালে উল্লিখিত নথি আপলোডের মাধ্যমে মৃত ব্যক্তির রেশন কার্ড বাতিল করার জন্য আবেদন জানাতে পারবেন।
আরও পড়ুন:- নতুন শিক্ষানীতি অনুসারে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে কি কি পরিবর্তন আসতে চলেছে, জেনে নিন এখনই।
তবে শুধুমাত্র এই উপায় নয়, আরো এক উপায়ে আপনি খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার পরিবারের মৃত সদস্যের রেশন কার্ড বাতিল করার জন্য আবেদন জানাতে পারবেন। চলুন তবে এই পদ্ধতিটি সম্পর্কে জেনে নেওয়া যাক:-
১. এর জন্য আপনাকে খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে হোম পেজের বাঁদিকে থাকা অপশনগুলির মধ্যে থেকে RATION CARD অপশনে ক্লিক করতে হবে।
২. পরবর্তীতে আপনার সামনে যে অপশনগুলি আসবে তার মধ্যে থেকে আপনাকে Surrender / Cancel existing ration card অপশনে ক্লিক করতে হবে এবং আপনার রেশন কার্ডের ক্যাটাগরি ও ফোন নম্বর সঠিকভাবে লিখে GENARATE OTP অপশনে ক্লিক করতে হবে। এরপর OTP ভেরিফিকেশনের প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পূর্ণ করতে হবে।
৩. OTP ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পন্ন করলে আপনার সামনে আপনার এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যদের সমস্ত রেশন কার্ডের তথ্য চলে আসবে। এরপর এই পেজটির নিচের দিকে থাকা অপশনগুলির মধ্যে থেকে Apply for FORM-7 অপশনের আওতায় থাকা Apply Now বাটনে ক্লিক করুন।
৪. এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনার এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যদের বিভিন্ন তথ্য থাকবে। আপনি যে সদস্যের রেশন কার্ড বাতিল করতে চাইছেন তার নামের পাশে থাকা চেক বক্সটি সিলেক্ট করুন এবং NEXT অপশনে ক্লিক করুন। এরপর আপনাকে রেশন কার্ড বাতিলের কারণ সঠিকভাবে নির্বাচন করে নিতে হবে এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। এরপর terms and conditions গুলিতে ক্লিক করে Proceed অপশনে ক্লিক করুন।
৫. এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনাকে পুনরায় OTP ভেরিফিকেশনে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। OTP ভেরিফিকেশনের প্রক্রিয়াটি সম্পন্ন হলেই আপনার পরিবারের মৃত সদস্যের রেশন কার্ড বাতিল করার ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি জমা করার প্রক্রিয়া সম্পন্ন হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, এই একই পদ্ধতিতে খাদ্যসাথী অ্যাপের মাধ্যমেও যেকোনো মৃত ব্যক্তির রেশন কার্ড বাতিল করার জন্য আবেদন জানানো সম্ভব। খাদ্যসাথী অ্যাপের মাধ্যমে আপনার পরিবারের মৃত সদস্যের রেশন কার্ড বাতিলের জন্য আবেদন জানানোর ক্ষেত্রে আপনাকে প্রথমেই গুগল প্লে স্টোর থেকে রাজ্য সরকারের খাদ্য দপ্তরের কার্যকরী খাদ্যসাথী অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। অ্যাপটি ইন্সটল করে নিয়ে ওপেন করে অ্যাপের হোম পেইজে থাকা CITIZEN’S HOME অপশনে ক্লিক করুন। এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনি রেশন কার্ড সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রয়োজনীয় অপশনগুলি দেখতে পাবেন।
এই সমস্ত অপশনগুলির মধ্যে থেকে আপনি SURRENDER OR CANCEL EXISTING RATION CARD অপশনে ক্লিক করুন। এরপর আপনাকে আপনার রেশন কার্ডের ক্যাটেগরি নির্বাচন করে নিতে হবে এবং আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরটি সঠিকভাবে লিখে GET OTP অপশনে ক্লিক করতে হবে। OTP ভেরিফিকেশনের পর আপনার সামনে আপনার এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যদের সমস্ত তথ্য চলে আসবে। তারপর উপরোক্ত প্রক্রিয়াটি অনুসরণ করে মৃত ব্যক্তির রেশন কার্ড বাতিল করার জন্য আবেদন জানাতে হবে।
প্রয়োজনীয় নথি:-
উপরোক্ত তিনটি পদ্ধতির মাধ্যমে রেশন কার্ড বাতিল করার ক্ষেত্রে মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট প্রয়োজন হবে।