আবেদন করুন JBNSTS স্কলারশিপে এবং পেয়ে যান ৩৬,০০০ টাকার বার্ষিক অনুদান।

পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলের ছাত্র-ছাত্রীরা পরিবারের অর্থাভাবের কারণে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের পর উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পান না। আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় পরিবারের আর্থিক অবস্থার কথা ভেবে তারা নিজেদের পছন্দসই বিষয়ের বদলে অন্য কোন বিষয়কে বেছে নেন। আর তাই পশ্চিমবঙ্গের আর্থিকভাবে দুর্বল শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে সহায়তা করার জন্য জগদীশ বোস ন্যাশনাল সাইন্স ট্যালেন্ট সার্চ, কলকাতা ফাউন্ডেশনের তরফে JBNSTS স্কলারশিপ কার্যকর করা হয়েছে, যার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে বার্ষিক অনুদান পাওয়ার পাশাপাশি ল্যাপটপ পর্যন্ত পেয়ে থাকেন। আর সবথেকে আকর্ষণীয় বিষয়টি হলো ইতিমধ্যেই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপের অধীনে আবেদনের প্রক্রিয়া কার্যকর করা হয়েছে। সুতরাং আপনিও যদি জগদীশ বোস স্কলারশিপের আওতায় আবেদন জানাতে চান তবে আজকের এই পোস্টটি আপনার জন্য। আজকের এই পোস্টে আমরা জগদীশ বোস স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে আবশ্যক যোগ্যতা, আবেদনের প্রক্রিয়া, আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি সহ সমস্ত প্রকার উল্লেখযোগ্য তথ্য নিয়ে হাজির হয়েছি।

JBNSTS স্কলারশিপের আওতায় কারা আবেদন জানাতে পারবেন:-

ছাত্র-ছাত্রীরা যাতে কোনরকম সমস্যা ছাড়াই এই স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারেন তাই স্কলারশিপটিকে ২ টি ভাগে ভাগ করা হয়েছে, যথা-

১. জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট/ জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি:- পশ্চিমবঙ্গে বসবাসকারী যেসকল ছাত্র-ছাত্রী চলতি শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং আগামী দিনের বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতে উৎসাহী তাদের জন্য জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট কার্যকর করা হয়েছে। তবে ছাত্রীদের জন্য বিশেষভাবে জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি কার্যকর করা হয়েছে। আগামী দিনে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতে আগ্রহী এইরূপ ছাত্র-ছাত্রীরা মাধ্যমিকে ৭৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হলেই তারা জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট কিংবা জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তির আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আরো জানিয়ে রাখি, যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ২০২৩ সালের পূর্বে মাধ্যমিকের উত্তীর্ণ হয়েছেন তারা কোনভাবেই উপরোক্ত মেধাবৃত্তি দুটির আওতায় আবেদন জানাতে পারবেন না।

২. সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট/ সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি:- পশ্চিমবঙ্গের যেসমস্ত ছাত্র-ছাত্রীরা সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং আগামী দিনে সায়েন্স স্ট্রিম নিয়ে পড়াশোনা করতে চাইছেন তারা সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট মেধাবৃত্তির আওতায় আবেদন জানাতে পারবেন। ছাত্রীদের সুবিধার্থে আরো জানিয়ে রাখি যে, ভবিষ্যতে সাইন্স বিভাগে পড়াশোনা করতে উৎসাহী ছাত্রীদের জন্যই বিশেষত সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি কার্যকর করা হয়েছে। শুধুমাত্র ছাত্রীরাই এই স্কলারশিপের আওতায় আবেদন জানতে পারবেন। BSc পাস কোর্স, BSc নার্সিং কিংবা ডিপ্লোমা কোর্সের আওতাধীন ছাত্র-ছাত্রীরা উভয় মেধাবৃত্তির ক্ষেত্রেই আবেদন জানাতে পারবেন না। ২০২৩ সালের পূর্বে যে সমস্ত ছাত্র-ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারাও সিনিয়ার ট্যালেন্ট সার্চ টেস্ট কিংবা সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তির আওতায় আবেদন করতে পারবেন না।

আরও পড়ুন:- আবেদন করুন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় এবং পেয়ে যান এককালীন ৫,০০,০০০ টাকার অনুদান

অনুদান:-

১. জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট এবং জুনিয়ার বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তির আওতাভুক্ত ছাত্র ছাত্রীদের প্রত্যেক মাসে ১২৫০ টাকা অর্থাৎ প্রতি বছরে ১৫,০০০ টাকার অনুদান দেওয়া হয়ে থাকে। এর পাশাপাশি বই কেনার জন্য ২৫০০ টাকার বার্ষিক অনুদান দেওয়া হয়ে থাকে, এমনটাই জানা গিয়েছে জগদীশচন্দ্র বোস ট্যালেন্ট সার্চ, কলকাতা ফাউন্ডেশন -এর তরফে প্রকাশিত তথ্য অনুসারে।
২. সিনিয়ার ট্যালেন্ট সার্চ টেস্ট এবং সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তির আওতাভুক্ত ছাত্র-ছাত্রীদের প্রত্যেক মাসে ৪০০০ টাকা অর্থাৎ প্রতি বছরে ৩৬ হাজার টাকার অনুদান দেয়া হয়ে থাকে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের বই কেনার জন্য ৫,০০০ টাকার বার্ষিক অনুদানও দেওয়া হয়ে থাকে। এর পাশাপাশি সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট -এর প্রথম ১০ জন ছাত্র এবং সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তির প্রথম ১০ জন ছাত্রীকে পুরস্কার হিসেবে ল্যাপটপ দেওয়া হয়ে থাকে।

আবেদনের প্রক্রিয়া:-

এই স্কলারশিপের আওতায় আবেদনের ক্ষেত্রে আপনাকে প্রথমেই জগদীশ বোস ন্যাশনাল সাইন্স ট্যালেন্ট সার্চ -এর অফিসিয়াল ওয়েবসাইট https://jbnsts.ac.in/ এ যেতে হবে। পরবর্তীতে আপনার শ্রেণি অনুসারে হোম পেইজে থাকা Senior Talent Search Test / Senior Bigyani Kanya Medha Britti 2023 অথবা Junior Talent Search Test / Junior Bigyani Kanya Medha Britti 2023 -এর মধ্যে যেকোনো একটি অপশনে ক্লিক করুন। উপরোক্ত অপশন দুটির মধ্যে যেকোন একটিতে ক্লিক করলে আপনার সামনে একটি নতুন পেজ চলে আসবে যাতে আপনি আপনার নির্বাচিত স্কলারশিপটি সম্পর্কে নানা ধরনের তথ্য দেখতে পারবেন। এই পেজটির একেবারে নিচের দিকে থাকা Apply online for Senior Talent Search Test / Senior Bigyani Kanya Medha Britti 2023 কিংবা Apply online for Junior Talent Search Test / Junior Bigyani Kanya Medha Britti 2023 অপশনটিতে ক্লিক করুন। উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনার সামনে উক্ত স্কলারশিপের আওতায় আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্ম চলে আসবে। এরপর ওই ফর্মটিতে আপনি আপনার নাম, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা, জন্মতারিখ, অভিভাবকের নাম, পরিবারের বার্ষিক আয় সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যগুলি সঠিকভাবে উল্লেখ করুন এবং ফর্মে উল্লিখিত নথি আপলোড করে ফি পেমেন্ট করার মাধ্যমে আবেদন পত্রটি সাবমিট করুন।

apply-jbnsts-scholarship

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-

আবেদনকারী শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
আবেদনকারী শিক্ষার্থীর স্বাক্ষর।

আবেদন ফি:-

জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট এবং জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তির জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারী ছাত্র-ছাত্রীদের ১০০ টাকা ফি জমা করতে হবে। অন্যদিকে সিনিয়ার ট্যালেন্ট সার্চ টেস্ট এবং সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তির জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারী ছাত্র-ছাত্রীদের ২০০ টাকা ফি জমা করতে হবে।

নির্বাচনের প্রক্রিয়া:-

জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট অথবা জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তির অধীনে অনুদানের জন্য যে সমস্ত ছাত্র-ছাত্রীরা আবেদন জানিয়েছেন তাদের মধ্যে থেকে যোগ্য ছাত্র-ছাত্রীদের নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে নির্বাচন করে নেওয়া হবে। এক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের ৯০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে, যার মধ্যে ৩০ নম্বরের ভৌত বিজ্ঞানের প্রশ্ন থাকবে, ৩০ নম্বরের জীবন বিজ্ঞানের প্রশ্ন থাকবে এবং ৩০ নম্বরের অংকের প্রশ্ন থাকবে। এক্ষেত্রে ছাত্রছাত্রীরা ২ ঘণ্টা সময় পাবে।

সিনিয়ার ট্যালেন্ট সার্চ টেস্ট অথবা সিনিয়ার বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তির অনুদানের জন্য যেসমস্ত ছাত্র-ছাত্রী আবেদন জানিয়েছেন তাদের মধ্যে থেকে যোগ্য ছাত্র-ছাত্রীকে বেছে নেওয়ার জন্য একটি নির্দিষ্ট পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং তারা ৩ ঘন্টা সময় পাবেন।

আবেদনের সময়সীমা:-

জগদীশ বোস ন্যাশনাল সাইন্স ট্যালেন্ট সার্চ, কলকাতা ফাউন্ডেশন -এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে ১ লা জুন ২০২৩ তারিখ থেকে শুরু করে ৩১ শে জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত এই স্কলারশিপের আওতায় আবেদন জানানো সম্ভব। এর পাশাপাশি আরো জানানো হয়েছে যে, ২০ শে আগস্ট, ২০২৩ তারিখে ছাত্র-ছাত্রীদের মেধা বৃত্তির পরীক্ষাগুলি নেওয়া হবে।

Leave a Comment