অনন্ত মেরিট স্কলারশিপে আবেদন করুন এবং পেয়ে যান ভালো পরিমাণ বৃত্তি।

পশ্চিমবঙ্গের দরিদ্র অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য যে সমস্ত স্কলারশিপ কার্যকর করা হয়েছে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি স্কলারশিপ হল অনন্ত মেরিট স্কলারশিপ। মূলত পশ্চিমবঙ্গের আর্থিকভাবে অসহায় শ্রেণীর ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদানের জন্যই অনন্ত এডুকেশন ইনিশিয়েটিভ -এর তরফে অনন্ত মেরিট স্কলারশিপ কার্যকর করা হয়েছে। তবে পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য কার্যকরী অন্য যেকোনো স্কলারশিপের মতই অনন্ত মেরিট স্কলারশিপের আওতায় আবেদনের ক্ষেত্রেও ছাত্র-ছাত্রীদের কতগুলি আবশ্যিক যোগ্যতা পূরণ করতে হয়, এর পাশাপাশি আবেদনের ক্ষেত্রে আবেদনের প্রক্রিয়া এবং প্রয়োজনীয় নথি সম্পর্কে জানাও প্রয়োজনীয়। যার জেরে আজকের এই পোস্টে আমরা অনন্ত মেরিট কলারশিপ সংক্রান্ত সমস্ত প্রকার তথ্য নিয়ে হাজির হয়েছি।

প্রথমেই জেনে নেওয়া যাক কারা অনন্ত মেরিট স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন:-

১. যে সমস্ত ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় অন্ততপক্ষে ৭০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছেন এবং বর্তমানে একাদশ শ্রেণীতে পড়াশোনা করছেন তারা এই স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন।
২. যে সমস্ত ছাত্র-ছাত্রীরা নূন্যতম ৭০ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বর্তমানে স্নাতক স্তরে পড়াশোনা করছেন, তারাও এই স্কলারশিপের আওতায় আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন।
৩. আবেদনকারী ছাত্র অথবা ছাত্রীর পরিবারের মাসিক আয় ৫ হাজার টাকার তুলনায় কম হতে হবে। অর্থাৎ এই স্কলারশিপের আওতায় আবেদনের ক্ষেত্রে আবেদনকারী ছাত্র অথবা ছাত্রী পরিবারের বাৎসরিক আয় ৬০ হাজার টাকার তুলনায় কম হতে হবে।
৪. যে সমস্ত ছাত্র-ছাত্রীরা পশ্চিমবঙ্গ সরকারের তরফে স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করছেন তারাই এই স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন, এমনটাই জানানো হয়েছে স্কলারশিপে অফিসিয়াল ওয়েবসাইটে।

অনন্ত মেরিট স্কলারশিপের আওতায় আবেদনের প্রক্রিয়া:-

অনন্ত মেরিট স্কলারশিপের আওতায় আবেদনের ক্ষেত্রে আবেদনকারী ছাত্র-ছাত্রীরা অফলাইন এবং অনলাইন উভয় প্রক্রিয়ার মাধ্যমে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদনের ক্ষেত্রে আপনাকে যে যে ধাপ গুলি অনুসরণ করতে হবে তা হল:-

apply-to-anant-merit-scholarship

১. অনন্ত মেরিট স্কলারশিপের আওতায় আবেদন জানানোর জন্য আপনাকে অনন্ত এডুকেশন ইনিশিয়েটিভ -এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.ananteducation.org/ -এ যেতে হবে।
২. এরপর উক্ত ওয়েবসাইটের হোমপেজের মেনু বারে থাকা FOR SCHOLARS অপশনে ক্লিক করুন। উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে একটি নতুন পেজ আসবে, এই পেজে থাকা APPLY ONLINE অপশনে ক্লিক করুন।
৩. উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি চলে আসবে। এই ফর্মে আপনার নাম, আপনার পিতার নাম, ঠিকানা, মাধ্যমিক পরীক্ষার সমস্ত তথ্য, উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য, পরিবারের বাৎসরিক আয় সংক্রান্ত তথ্য, ইমেইল এড্রেস, ফোন নম্বর সহ প্রয়োজনীয় অন্যান্য তথ্যগুলি সঠিকভাবে উল্লেখ করুন।
৪. এরপর ফর্মে উল্লিখিত সমস্ত নথিগুলি সঠিকভাবে আপলোড করুন। সমস্ত তথ্য এবং সমস্ত নথি সঠিকভাবে আপলোড করা হলে Submit অপশনে ক্লিক করে ফর্মটি সাবমিট করুন।

আরও পড়ুন:- কন্যা সন্তান জন্মালেই পাওয়া যাবে ১১ হাজার টাকার ফিক্সড ডিপোজিট। বিস্তারিত জেনে নিন।

অফলাইনের মাধ্যমে আবেদনের ক্ষেত্রে আপনাকে যে যে ধাপগুলি অনুসরণ করতে হবে তা হলো:-

১. অফলাইনের মাধ্যমে আবেদনের ক্ষেত্রে আপনাকে অনন্ত এডুকেশন ইনিশিয়েটিভ -এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.ananteducation.org/ -এ যেতে হবে এবং মেনু বারে থাকা FOR SCHOLARS অপশনে ক্লিক করতে হবে।
২. পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে থাকা DOWNLOAD FORM অপশনে ক্লিক করুন। এরপর ফর্মটিকে প্রিন্ট করে নিয়ে ফর্মে উল্লেখিত সমস্ত তথ্যগুলি সঠিকভাবে পূরণ করুন।
৩. এরপর প্রয়োজনীয় সমস্ত নথি ফর্মের সাথে অ্যাটাচ করে মুখ বন্ধ খামে পুরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন। এছাড়াও আপনি অনন্ত এডুকেশন ইনিশিয়েটিভের অফিসে গিয়েও ফর্মটি জমা দিয়ে আসতে পারবেন।

আবেদন পত্র পাঠানোর ঠিকানা:-

ANANT EDUCATION INITIATIVE
Infinity Think Tank, Tower II, 3rd Floor,
Plot A3, Block GP, Sector V, Salt Lake,
Kolkata – 700091

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র:-

১. বিপিএল কার্ডের কপি / অন্তদ্যোয় কার্ডের কপি।
২. আবেদনকারী ছাত্র অথবা ছাত্রীর পরিবারের বাৎসরিক আয়ের সার্টিফিকেট।
৩. আবেদনকারী শিক্ষার্থীর মাধ্যমিকের মার্কশিট অথবা দশম শ্রেণীর ফাইনাল পরীক্ষার মার্কশিট।
৪. রেশন কার্ডের কপি / স্থায়ী ঠিকানার প্রমাণপত্র।
৫. জন্ম তারিখের প্রমাণপত্র।
৬. আধার কার্ড।
৭. প্রতিবন্ধী সার্টিফিকেট।
৮. যে সমস্ত ছাত্র-ছাত্রীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাবেন তাদের ক্ষেত্রে অনন্ত মেরিট স্কলারশিপের ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে পূরণ করে আপলোড করতে হবে।

নির্বাচনের প্রক্রিয়া:-

ছাত্র-ছাত্রীদের পারিবারিক আয় এবং রেজাল্টের ভিত্তিতেই এই স্কলারশিপের আওতায় কারা অনুদান পাবার যোগ্য তা বিচার করা হবে। এক্ষেত্রে অনন্ত এডুকেশন ইনিশিয়েটিভ -এর কর্তা ব্যক্তিদের তরফে গৃহীত সিদ্ধান্তই সর্বোচ্চ সিদ্ধান্ত বলে গ্রহণ করা হবে। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে, মোট স্কলারশিপের ৫০ শতাংশ শুধুমাত্র ছাত্রীদের জন্য বরাদ্দ থাকবে। এর পাশাপাশি বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারী সকল ছাত্র-ছাত্রীর মধ্যে থেকে যে সমস্ত ছাত্র-ছাত্রীদের নির্বাচন করা হবে তাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ে উত্তীর্ণ হলেই এই স্কলারশিপের আওতায় অনুদান পাওয়া যাবে।

আবেদনের সময়সীমা:-

বর্তমানে এই স্কলারশিপের আওতায় আবেদনের প্রক্রিয়া কার্যকর করা হয়েছে, কিন্তু কতদিন পর্যন্ত আবেদন চলবে তা সম্পর্কে কোন তথ্য জানানো হয়নি।

Leave a Comment