সদ্যই ছাত্র-ছাত্রীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। এর পাশাপাশি রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে যে, চলতি শিক্ষাবর্ষ বা ২০২৩ -২৪ শিক্ষাবর্ষ থেকে স্নাতক স্তরের পাঠক্রম ৪ বছরের হতে চলেছে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের পরই রাজ্য সরকারের তরফে এক নতুন নির্দেশিকা প্রকাশ্যে আনায় ছাত্র-ছাত্রীদের মধ্যে এক মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে আর্থিকভাবে সচ্ছল পরিবারগুলির ছাত্র-ছাত্রীরা ৪ বছরের গ্র্যাজুয়েশনের বিষয়টি নিয়ে চিন্তিত না হলেও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী আর্থিকভাবে দুর্বল শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এই বিষয়টি নিয়ে রীতিমতো মাথায় হাত পড়েছে।
আর এমতাবস্থায় ৪ বছরের স্নাতক স্তরের কার্যক্রম চালু হলে কলেজে পঠন-পাঠনের খরচ বাড়বে বলেই মনে করছেন সমগ্র রাজ্যের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকেরা। তবে সমস্যা যখন রয়েছে তার সমাধানও রয়েছে। সমগ্র রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের দরিদ্র এবং মেধাবী ছাত্র-ছাত্রীরা যখন স্নাতক স্তরের পঠন-পাঠনের ক্ষেত্রে প্রয়োজনীয় খরচ নিয়ে চিন্তিত, ঠিক তখনই এই সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে আশার আলো নিয়ে হাজির হয়েছে জি পি বিড়লা ফাউন্ডেশন। জি পি বিড়লা ফাউন্ডেশনের তরফে কার্যকরি জি পি বিড়লা স্কলারশিপের আওতায় পশ্চিমবঙ্গে বসবাসকারী মেধাবী অথচ আর্থিকভাবে অসহায় শ্রেণীর ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ প্রদান করা হবে বলেই জানানো হয়েছে জি পি বিড়লা ফাউন্ডেশনের তরফে প্রকাশিত তথ্যে।
জি পি বিড়লা স্কলারশিপের আওতায় কত টাকার অনুদান প্রদান করা হয়ে থাকে?
জি পি বিড়লা ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, এই স্কলারশিপের আওতায় একজন ছাত্র বা ছাত্রীকে প্রতিবছর ৫০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়ে থাকে। সর্বোচ্চ ৪ বছরের জন্য ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের আওতায় অনুদান পেয়ে থাকেন। এর পাশাপাশি এই স্কলারশিপের আওতাধীন প্রথম বর্ষে পাঠরত ছাত্র-ছাত্রীদের বই কেনার জন্য ৭,০০০ টাকার অনুদান দেওয়া হয়ে থাকে।
আরও পড়ুন:- রাজ্য সরকার দিচ্ছে বাণিজ্যিক গাড়ি কেনার সুযোগ। আবেদন করুন গতিধারা প্রকল্পে।
জি পি বিড়লা স্কলারশিপের অধীনে কারা আবেদন জানাতে পারবেন:-
১. পশ্চিমবঙ্গে বসবাসকারী যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভারত সরকারের তরফে স্বীকৃত যেকোন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আর্টস, সাইন্স, কমার্স, ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, আর্কিটেকচার, ল অথবা আইন, চার্টার্ড একাউন্টেন্সি, কোম্পানি সেক্রেটারিশিপ, কস্ট একাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করছেন তারাই এই স্কলারশিপের আওতায় অনুদান পাবেন।
২. জি পি বিড়লা ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে WBCHSE বোর্ডের অধীনে পাঠরত যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ৮৫ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা এই স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন। অন্যদিকে ISC কিংবা CBSE বোর্ডের অধীনে পাঠরত যে সকল ছাত্র-ছাত্রীরা দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ৯০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে তারাও এই স্কলারশিপের আওতায় আবেদন জানানোর ক্ষেত্রে যোগ্য বলেই বিবেচিত হবেন।
৩. জি পি বিড়লা স্কলারশিপের আবেদনের ক্ষেত্রে আবেদনকারী ছাত্র অথবা ছাত্রীর পরিবারের বাৎসরিক আয় ৩ লক্ষ টাকার তুলনায় কম হতে হবে, তবে উক্ত ছাত্র অথবা ছাত্রী এই স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া:-
ছাত্র-ছাত্রীদের সুবিধার দিকটি মাথায় রেখে জি পি বিড়লা স্কলারশিপের আওতায় আবেদন জানানোর জন্য অফলাইন এবং অনলাইন দুটি পদ্ধতিই কার্যকর করা হয়েছে। আপনিও যদি জিপি বিড়লা স্কলারশিপে আবেদন জানাতে চান তবে আপনার সুবিধা অনুসারে অফলাইন কিংবা অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
অফলাইনের মাধ্যমে আবেদন জানানোর উপায়:-
অফলাইনের মাধ্যমে আবেদন জানানোর জন্য আপনাকে প্রথমে পৌঁছে যেতে হবে জি পি বিড়লা ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট https://www.gpbirlaedufoundation.com/ -এ। এরপর হোম পেজের মেনু বারে থাকা অপশনগুলির মধ্যে থেকে APPLICATION অপশনটি নির্বাচন করে নিন। পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে থাকা Application may be made in Offline Mode অপশনের আওতাধীন Download অপশনে ক্লিক করুন। উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনার সামনে পুনরায় একটি নতুন পেজ আসবে যাতে আপনি আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি দেখতে পারবেন। এরপর পেজটির ডান দিকে থাকা পিডিএফ আইকনের উপর ক্লিক করলেই ফর্মটি পিডিএফ রূপে আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। এরপর ফর্মটিকে প্রিন্ট করে সঠিকভাবে পূরণ করে নিতে হবে এবং প্রয়োজনীয় নথি সহকারে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।
অনলাইনের মাধ্যমে আবেদনের প্রক্রিয়া:-
অনলাইনে মাধ্যমে আবেদনের ক্ষেত্রেও আপনাকে একইভাবে জি পি বিড়লা ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইটএ যেতে হবে এবং হোম পেজের মেনু বারে থাকা APPLICATION অপশনটিতে ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনার সামনে আসা পেজটির একেবারে নিচের দিকে থাকা Please click here to apply অপশনে ক্লিক করুন। উপরোক্ত অপশনে ক্লিক করলে জি পি বিড়লা স্কলারশিপের আওতায় আবেদনের জন্য প্রয়োজনের ফর্মটি আপনার সামনে চলে আসবে। এরপর উক্ত ফর্মে আপনার নাম, জন্ম তারিখ, ঠিকানা, গ্রাম অথবা শহরের নাম, রাজ্য, পিন কোড, পিতার নাম, মাতার নাম, ইমেইল আইডি, ফোন নম্বর, শিক্ষাগত যোগ্যতার সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর ফর্মে উল্লিখিত সমস্ত প্রয়োজনীয় নথিগুলিকে সঠিকভাবে আপলোড করে SUBMIT অপশনে ক্লিক করলেই আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি গুলি কি কি:-
১. আবেদনকারীর রঙিন ফটোগ্রাফ।
২. পরিবারের বাৎসরিক আয়ের সার্টিফিকেট।
৩. উচ্চ মাধ্যমিকের মার্কশীট।
৪. কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তির রশিদ।
আবেদনের সময়সীমা:-
বর্তমানে এই স্কলারশিপের আওতায় আবেদনের প্রক্রিয়া কার্যকর করা হয়েছে। জি পি বিড়লা ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে আগামী ৩১ শে জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া কার্যকর থাকবে।