বদলাতে চলেছে ব্যাংকের সাপ্তাহিক ছুটির দিন, এবার থেকে সপ্তাহের কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে তা জেনে নিন।

ব্যাংকের নিয়মে আসতে চলেছে এক বিরাট পরিবর্তন। বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, ব্যাংক কর্মীদের দীর্ঘদিনের দাবিতে সবুজ সংকেত দিয়ে এবারে ব্যাংকের সাপ্তাহিক ছুটির দিনের সংখ্যা বাড়তে চলেছে। ইতিমধ্যেই ব্যাংকের ছুটি সংক্রান্ত এই বিশেষ আপডেট প্রকাশ্যে আসার সাথে সপ্তাহে কোন কোন দিন ব্যাংক খোলা থাকবে তা জানতে রীতিমতো উৎসুক হয়ে উঠেছেন সমগ্র পশ্চিমবঙ্গ তথা ভারতের সাধারণ জনগণ। এমনকি ব্যাংকের সাপ্তাহিক ছুটি সংক্রান্ত এই নতুন আপডেট নিয়ে সমগ্র ভারতে সাধারণ জনগণের মধ্যে গুঞ্জনেরও অন্ত নেই। যার জেরে আজকের এই পোস্টে আমরা ব্যাংকের ছুটি সংক্রান্ত নতুন নির্দেশিকা সম্পর্কে সমস্ত প্রকার তথ্য নিয়ে আলোচনা করতে চলেছি।

বিভিন্ন বিশ্বস্ত সূত্রের তরফে প্রকাশিত রিপোর্ট অনুসারে, কিছুদিন পূর্বেই ব্যাংক ইউনিয়ন এবং ব্যাংকস অ্যাসোসিয়েশনের এক বৈঠকে ব্যাংক কর্মীদের সাপ্তাহিক ছুটি, বেতন বৃদ্ধি সহ একাধিক বিষয়ে নানাবিধ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই বৈঠকেই ব্যাংক কর্মীদের ৫ দিন কাজ এবং সাপ্তাহিক ২ টি ছুটির দাবিতে সবুজ সংকেত দেওয়া হয়েছে এমনটাই জানা গিয়েছে এই সমস্ত সূত্রের মারফত প্রকাশিত তথ্য অনুসারে। এর পাশাপাশি আরো জানা গিয়েছে যে, ইতিপূর্বে ভারতীয় ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশনের তরফে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকের কাছে সাপ্তাহিক ২ টি ছুটির বিষয়টি নিয়ে আবেদন জানানো হয়েছিল। তবে ছুটি সংক্রান্ত বিষয়ে আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত অর্থ মন্ত্রকের তরফে ব্যাংক কর্মীদের সাপ্তাহিক দুদিন ছুটির বিষয় কোনোরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

bank-holidays

কিন্তু এদিনের বৈঠকে ৫ দিন কাজ এবং ২ দিন ছুটি সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হলে ব্যাংক কর্মীদের ২ দিন সাপ্তাহিক বিষয়টিকে কেন্দ্র করে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের কোনোরূপ আপত্তি নেই বলেই জানানো হয়েছে অর্থমন্ত্রকের কর্মকর্তাদের তরফে। অন্যদিকে, ইউনাইটেড ফোরামস অফ ব্যাংক এমপ্লয়িস এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের তরফেও ব্যাংক কর্মীদের সাপ্তাহিক ২ টি ছুটির আবেদনকে মঞ্জুর করা হয়েছে। সুতরাং আগামী দিনে খুব শীঘ্রই ব্যাক কর্মীদের ছুটির নিয়মে পরিবর্তন আসতে চলেছে বলেই মনে করা হচ্ছে অর্থনৈতিক মহলের বিশিষ্ট ব্যক্তিত্বদের তরফে। অর্থাৎ আগত দিনে সোম থেকে শুক্র এই পাঁচ দিন ব্যাংক খোলা থাকবে এবং শনি ও রবি এই দুই দিন ব্যাংক বন্ধ রাখা হবে। খুব শীঘ্রই মঞ্জুরি বোর্ড Negotiable Instrument Act 25 এর অধীনে ব্যাংক কর্মীদের ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং তার মাধ্যমে এই নতুন ছুটির নিয়ম সম্পর্কে সমগ্র রাজ্যে জনগণকে জানানো হবে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন:- বদলাতে চলেছে মাধ্যমিক পরীক্ষার্থীদের সিলেবাস, কি বলছে পর্ষদ?

তবে শুধুমাত্র অতিরিক্ত ছুটি সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ্যে আনা হয়নি, এর পাশাপাশি ব্যাংক কর্মীদের উদ্দেশ্যে আরো জানানো হয়েছে যে, ১ দিনের অতিরিক্ত ছুটির বদলে তাদের দৈনিক কাজের সময় ৪০ মিনিট বাড়ানো হবে। মূলত গ্রাহকদের সাথে কোনোরকম সমস্যার সম্মুখীন না হতে হয় তা নিশ্চিত করার জন্যই এইরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেই জানা গিয়েছে। তবে সপ্তাহে ২ দিন ছুটি হলেও অনলাইনের মাধ্যমে গ্রাহকরা সমস্ত রকম পরিষেবা পাবেন বলেই জানানো হয়েছে ইউনাইটেড ফোরামস অফ ব্যাংক এমপ্লয়িস এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের তরফে প্রকাশিত তথ্য অনুসারে। প্রসঙ্গত উল্লেখ্য এই দিনের বৈঠকে আরো একটি উল্লেখযোগ্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে আর তা হল ব্যাংক কর্মীদের জন্য সুলভ স্বাস্থ্য বীমার ব্যবস্থা। ব্যাংক কর্মীদের স্বাস্থ্য বীমার বিষয়টি নিয়েও বিভিন্ন প্রকার তথ্য উঠে আসলেও এ সংক্রান্ত কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। আগামী দিনে ব্যাংক কর্মীদের স্বাস্থ্য বীমা সংক্রান্ত বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বলেই জানা গিয়েছে।

Leave a Comment