আধার কার্ডের মোবাইল নম্বর পরিবর্তন করুন সহজেই। রইলো পদ্ধতি।

সরকারি হোক বা বেসরকারি যেকোনো ক্ষেত্রে নানাবিধ কাজ হাসিল করার ক্ষেত্রে আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। কিন্তু এই নথিতে কোনোরকম ভুল তথ্য থাকলে নাগরিকদের বারংবার সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষত আধার কার্ডে যদি ভুল মোবাইল নম্বর থাকে তবে ওটিপি ভেরিফিকেশন থেকে শুরু করে আধার অথেন্টিকেশন সমস্ত ক্ষেত্রেই নানাভাবে সমস্যা হতে থাকে। আর তাই UIDAI -এর তরফে গ্রাহকদের এই সমস্যা দূর করার জন্য এমন এক বিশেষ পদ্ধতি কার্যকর করা হয়েছে যার মাধ্যমে আপনারা অত্যন্ত সহজেই নিজস্ব আধার কার্ডের মোবাইল নম্বর চেঞ্জ করে নিতে পারবেন।

কিভাবে আধার কার্ডের মোবাইল নম্বর পরিবর্তন করতে হবে?

আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নম্বরটি পরিবর্তন করতে চাইলে প্রথমেই আপনাকে UIDAI -এর অফিসিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in/ -এ পৌঁছে যেতে হবে। এই ওয়েবসাইটের হোম পেইজে আপনি আধার কার্ড সংক্রান্ত নানাবিধ পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন প্রকার অপশন দেখতে পাবেন। এই সমস্ত অপশনগুলির মধ্যে থেকে আপনি Get Aadhaar অপশনের আওতাধীন Book an Appointment অপশনে ক্লিক করুন। পরবর্তীতে আপনার সামনে একটি নতুন পেজ আসবে, এই পেজে থাকা Book an Appointment at UIDAI run Aadhaar Seva Kendra অপশনের অধীনে থাকা Select City/Location অপশন এর আওতায় আপনাকে আপনার বাড়ির নিকটবর্তী আধার সেবা কেন্দ্র নির্বাচন করে নিতে হবে। এরপর PROCEED TO BOOK APPOINTMENT অপশনে ক্লিক করুন।

change-mobile-number-in-aadhaar-card

পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে থাকা Adhaar Update অপশনে ক্লিক করুন। এরপর আপনাকে আপনার মোবাইল নম্বরটি সঠিকভাবে লিখে ক্যাপচা কোডটি পূরণ করে Genarate OTP অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনার রেজিস্ট্রার্ড মোবাইল নম্বরে যে OTP আসবে তা সঠিকভাবে লিখে Verify OTP অপশনে ক্লিক করুন। উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনাকে Resident Type, আধার নম্বর, আপনার নাম, Apllication Verification Type (এক্ষেত্রে আপনি যদি আপনার পরিবারের প্রধানের তথ্যের মাধ্যমে ভেরিফিকেশন করতে চান তবে HOF নির্বাচন করুন এবং নিজস্ব নথির মাধ্যমে ভেরিফিকেশন করতে চাইলে Document অপশনে ক্লিক করুন), রাজ্য, শহর, আধার সেবা কেন্দ্র সঠিকভাবে উল্লেখ করে Next অপশনে ক্লিক করুন।

আরও পড়ুন:- জীবনে উন্নতির শিখরে পৌছাতে গেলে এই ১০ টি বিষয় মাথায় রাখুন!

পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনি যে যে তথ্য পরিবর্তন করতে পারবেন তার একটি তালিকা চলে আসবে। মোবাইল নম্বর পরিবর্তন করার ক্ষেত্রে মোবাইল নম্বরের পাশে থাকা চেক বক্সে ক্লিক করুন এবং পুরনো নম্বরটি পরিবর্তন করে যে নতুন নম্বরটি আধার কার্ডের সঙ্গে যুক্ত করতে চাইছেন সেই নম্বরটি সঠিকভাবে লিখুন। এরপর পেজটির নিচের দিকে থাকা Next অপশনে ক্লিক করুন।

উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং -এর প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে আপনার পছন্দসই তারিখ এবং সময় নির্বাচন করে নিয়ে Next অপশনে ক্লিক করুন। Next অপশনে ক্লিক করলে আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনি আপনার সমস্ত তথ্য দেখতে পাবেন, সমস্ত তথ্য ঠিক থাকলে Submit অপশনে ক্লিক করুন। এরপর আপনাকে পেমেন্টের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে মোবাইল নম্বর আপডেট করার জন্য আপনাকে মাত্র ৫০ টাকা পেমেন্ট করতে হবে।

এরপর নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে আধার সেবা কেন্দ্রে উপস্থিত হলেই আধার সেবা কেন্দ্রের কর্মকর্তাদের মাধ্যমে আপনি আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর চেঞ্জ করতে পারবেন।

Leave a Comment