বাড়িতে বুনুন মেহগনি গাছের চারা এবং ১০ বছরে হয়ে যান ভালো টাকার মালিক। বিস্তারিত জেনে নিন।

সমগ্র ভারতের কৃষকরা বংশপরম্পরায় ধান, গম, পাট, জোয়ার, বাজরা থেকে শুরু করে অন্যান্য খাদ্যশস্য এবং সবজি চাষ করে থাকেন। তবে এই সমস্ত ফসল চাষের ফলে বহুক্ষেত্রেই কৃষকদের নানাভাবে ক্ষতির সম্মুখীন হতে হয়। আর তাতেই বর্তমানে নানা ধরনের সবজি এবং খাদ্যশস্য চাষের তুলনায় কৃষকরা গাছ চাষের দিকে অধিকতর মনোযোগী হয়ে উঠেছে। চন্দন, মেহগনি, শাল সহ এমন বিভিন্ন প্রকার গাছ রয়েছে যেগুলি চাষ করার মাধ্যমে কৃষকরা প্রচুর টাকা উপার্জন করে থাকেন। তবে বিভিন্ন ক্ষেত্রের রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, শাল, সেগুন, চন্দনের মত গাছের তুলনায় মেহগনি গাছ চাষ করা কম ব্যয়সম্পন্ন এবং এই গাছ চাষ করার মাধ্যমে যেকোনো ব্যক্তি কয়েক কোটি টাকা উপার্জন করে নিতে পারবেন। সুতরাং আপনিও যদি বিশেষ কায়িক পরিশ্রম ছাড়াই টাকা উপার্জন করতে চান তবে মেহগনি গাছ চাষ করতে পারেন।

mahogany-plants

মেহগনি গাছ চাষ করার ক্ষেত্রে কী কী সুবিধা পাওয়া যায়?

মূলত মেহগনি একটি চিরসবুজ গাছ এবং গাছটি প্রায় ২০০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এই গাছটির কাঠ যথেষ্ট মজবুত এবং লাল অথবা বাদামী রঙের হওয়াতে নানাবিধ প্রাকৃতিক বিপর্যয় যেমন ঝড় কিংবা বৃষ্টি, অতিবৃষ্টি, খরা, বন্যা দ্বারা সহজে ক্ষতিগ্রস্ত হয় না। বিজ্ঞানীদের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, মেহগনি গাছ ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে। সুতরাং মেহগনি গাছের বিশেষ একটা পরিচর্যা না করলেও প্রাকৃতিক নিয়মে এই গাছ যথেষ্ট দ্রুত বৃদ্ধি পায়। অন্যদিকে আমাদের দেশের পাহাড়ি অঞ্চল ছাড়া যেকোনো অঞ্চলেই মেহগনি গাছ চাষ করা সম্ভব। সুতরাং অন্যান্য গাছের মতো মেহগনি গাছ চাষ করার ক্ষেত্রে আপনাকে বিশেষ একটা ব্যয় করতে হবে না, এমনকি নিজের সময় ব্যয় করে গাছটির পরিচর্যাও করতে হবে না, শুধুমাত্র প্রাকৃতিক উর্বর মাটি এবং ভালো জল নিকাশি ব্যবস্থা হলেই আপনি নিজের জমিতে মেহগনি গাছ চাষ করতে পারবেন।

মেহগনি গাছের বাজারমূল্য:-

মেহগনি গাছের কাঠ দিয়ে মূলত বাড়ির নানা ধরনের আসবাব, জাহাজ, গয়না, নানান ভাস্কর্য তৈরি করা হয়ে থাকে, যার কারণে মেহগনি গাছের বাজার মূল্য যথেষ্ট বেশি। বিভিন্ন সুত্রের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, ২০০০ টাকা থেকে ২২০০ টাকা প্রতি ঘনফুট মূল্যে মেহগনি কাঠ বিক্রি করা হয়ে থাকে। মেহগনি গাছ যথেষ্ট লম্বা হয়, সুতরাং আপনি প্রতিটি গাছ বিক্রি করে আপনি যথেষ্ট টাকা উপার্জন করে নিতে পারবেন।

আরও পড়ুন:- বাসে উঠলেই বমি বমি ভাব? মুক্তি পেতে কি করবেন, জেনে নিন।

বৈজ্ঞানিকদের গবেষণা অনুসারে জানা গিয়েছে যে, মেহগনি গাছের পাতার মাধ্যমে মানবদেহের রক্তচাপ, হাঁপানি, ক্যানসার এবং ডায়াবেটিস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ রোগের ওষুধ তৈরি করা হয়ে থাকে। তবে এখানেই শেষ নয়, মেহগনি গাছের পাতার বিশেষ ঔষধি গুণ রয়েছে, যার জেরে এই গাছের পাতাকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রকার কীটনাশক মশা তাড়ানোর ওষুধ তৈরি করা সম্ভব। এর পাশাপাশি সাবান, বার্নিশ এবং রং তৈরির কাজেও মেহগনি গাছের পাতা ব্যবহার করা হয়ে থাকে। যার কারণে মেহগনি পাতার বাজার মূল্য যথেষ্ট বেশি। আবার মেহগনি গাছের পাতার যথেষ্ট ঔষধি গুণাগুণ থাকায় এই গাছের পাতা পোকামাকড় দ্বারাও ক্ষতিগ্রস্ত হয় না।

যার ফলে আপনি আপনার প্রয়োজন অনুসারে ভালো পাতার জোগান পেয়ে যাবেন, পাতা নষ্ট হওয়া বা রোগাক্রান্ত পাতার মতো সমস্যা দেখা দেবে না। ফলত মেহগনি কাঠ ছাড়াও মেহগনি পাতা বিক্রি করে আপনি যথেষ্ট টাকা উপার্জন করতে পারবেন। তবে শুধুমাত্র গাছের পাতা নয় মেহগনি গাছের বীজ এবং ছাল বিক্রি করার মাধ্যমে যথেষ্ট টাকা উপার্জন করা সম্ভব। মেহগনি গাছ মূলত ৫ বছরে একবার বীজ দেয় এবং একটি গাছ থেকে অন্ততপক্ষে পাঁচ থেকে ছয় কেজি বীজ পাওয়া যায়। বাজারমূল্য অনুসারে, বর্তমানে প্রতি কেজি মেহগনি গাছের বীজের দাম ১২০০ টাকা। সুতরাং মেহগনি গাছের কাঠ, পাতা এসবের পাশাপাশি আপনি গাছের বীজ এবং ছাল বিক্রি করেও আপনি প্রচুর টাকা উপার্জন করে নিতে পারবেন।

মেহগনি গাছ চাষ করার ক্ষেত্রে প্রয়োজনীয় খরচ:-

চলতি সময়ের বাজারমূল্য অনুসারে, এক বিঘা জমিতে মেহগনি গাছ লাগানোর ক্ষেত্রে প্রায় ৪০-৫০ হাজার টাকা খরচ হয়ে থাকে। অন্যদিকে বিভিন্ন ক্ষেত্রের রিপোর্টে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, ১ একর জমিতে প্রায় ১০০ টিরও বেশি গাছ লাগানো যেতে পারে। প্রতিটি মেহগনি গাছ বাজারে প্রায় ২০০০ থেকে ২২০০ টাকা প্রতি কিউবিক ফিট মূল্যে বিক্রি করা হয়ে থাকে। এক্ষেত্রে আপনার গাছগুলি যত লম্বা হবে গাছের দামও ঠিক ততটাই বাড়বে, অন্যদিকে গাছের পাতা ও বীজের আলাদা বাজারদর রয়েছেই। যেহেতু মেহগনি গাছ ১০ বছরে একবার ফলন দেয় অর্থাৎ গাছ লাগানোর মাত্র ১০ বছরের মধ্যেই আপনি যথেষ্ট টাকা উপার্জন করে নিতে পারবেন। সুতরাং আপনিও যদি বিশেষ পরিশ্রম ছাড়াই অর্থ উপার্জন করতে চান তবে নিজের জমিতে অন্ততপক্ষে ১০০ টি থেকে ১২০ টি মেহগনি গাছ চাষ করুন, এই গাছগুলি বিক্রি করে আপনি কোটিপতি হয়ে যেতে পারবেন।

Leave a Comment