UPSC এর জন্য প্রস্তুতি নেবেন কোন নিয়মে, জেনে নিন।

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা UPSC -এর সিভিল সার্ভিস পরীক্ষা সমগ্র ভারতের মধ্যে কঠিনতম পরীক্ষা। তবে শুধু তাই নয়, সমগ্র পৃথিবীর মধ্যে তৃতীয় কঠিনতম পরীক্ষা হলো UPSC। আর প্রত্যেক বছর সমগ্র ভারতের প্রচুর সংখ্যক পরীক্ষার্থী সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন। তবে স্বপ্ন দেখলেই যে তা সত্যি হবে তার কোনো মানে নেই। আর তাই প্রতিবছরই প্রচুর সংখ্যক IPS, IAS হওয়ার স্বপ্ন নিয়ে UPSC পরীক্ষায় অংশগ্রহণ করলেও বহু সংখ্যক পরীক্ষার্থী প্রিলিমস থেকেই বিদায় নেয়। অনেকেই আবার সসম্মানে UPSC প্রিলিমস উত্তীর্ণ হতে পারলেও UPSC মেইনস ক্লিয়ার করতে গিয়ে বারংবার হোঁচট খান। অনেকেই আবার UPSC -এর প্রিলিমিস এবং মেইনস ক্লিয়ার করে নিলেও ইন্টারভিউর সময় ছোটখাটো ভুলের কারণে আটকে যান।

আর এভাবেই কোনো কোনো পরীক্ষার্থীর ক্ষেত্রে UPSC পরীক্ষায় উত্তীর্ণ হতে পাঁচ থেকে ছয় বছর লেগে যায়। অনেকেই আবার IPS, IAS হওয়ার স্বপ্ন ছেড়ে দিয়ে জীবন-জীবিকার প্রয়োজনে অন্য কোনো চাকরিতে যোগদান করে। তবে এমন অনেক পরীক্ষার্থীও রয়েছেন যারা প্রথমবারের চেষ্টাতেই UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আর এইরুপ পরীক্ষার্থীর জলজ্যান্ত নজির হলেন দিল্লির আয়ুষ গোয়েল। তবে দিল্লির আয়ুষ কোনোরকম কোচিং ছাড়াই মাত্র একবারের চেষ্টায় ইউপিএসসিতে উত্তীর্ণ হওয়ার মাধ্যমে ইউপিএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তবে শুধু যে দিল্লির আয়ুষ এইরকম সাফল্যের নজির গড়েছেন তা নয়, ইতিপূর্বেও বহু সংখ্যক পরীক্ষার্থী কোনরকম কোচিং ছাড়াই নিজের চেষ্টায় ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আর এই সমস্ত পরীক্ষার্থীদের উদ্দেশ্যে সমগ্র ভারতের সাধারণ জনগণ থেকে শুরু করে ইউপিএসসিতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের তরফে যে প্রশ্নগুলি উঠে এসেছে তা হল, তারা কিভাবে পড়াশোনা করেন? দিনে কত ঘন্টা পড়াশোনা করেন? কোন নিয়মে পড়াশোনা করে প্রথমবারের চেষ্টাতেই তারা ইউপিএসসি পরীক্ষায় সাফল্য আনতে পেরেছেন?

আরও পড়ুন:- ভিভো স্কলারশিপে আবেদন করলেই মিলবে এককালীন ১০,০০০ টাকার অনুদান।

আর এই সমস্ত প্রশ্নের উত্তরে বিভিন্ন ক্ষেত্রের পরীক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন সময় নানাবিধ উত্তর পাওয়া গিয়েছে। UPSC তে উত্তীর্ণ হওয়া পরীক্ষার্থীরা জানিয়েছেন UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে কত ঘন্টা পড়াশোনা করতে হবে তার কোন মান নির্ধারণ করা সম্ভব নয়। সফল পরীক্ষার্থীদের প্রত্যেকের পড়াশোনার ধরন আলাদা, তারা প্রত্যেকে দিন নিজেদের মত করে পড়াশোনাকে এগিয়ে নিয়ে গেছেন। তবে এই সমস্ত সফল পরীক্ষার্থীদের কাহিনী থেকে যে জিনিসটি অনুপ্রেরণা যোগায় তা হল তাদের অধ্যাবসায় এবং এগিয়ে যাওয়ার চেষ্টা। সুতরাং UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে আপনাকেও নিজের সমস্ত মনোযোগ কাজে লাগিয়ে অধ্যাবসায় সহকারে প্রতিদিন নিয়ম করে নিজের সুযোগ-সুবিধা অনুসারে পড়াশোনা করতে হবে। এছাড়াও UPSC পরীক্ষায় সফল হওয়ার ক্ষেত্রে আপনাকে UPSC -এর পাঠক্রম সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে। আপনার নিজস্ব পারদর্শিতা এবং পছন্দ অনুসারে নির্দিষ্ট ঐচ্ছিক বিষয় নির্বাচন করতে হবে এবং সেই বিষয় সম্পর্কে যথেষ্ট পড়াশোনা করতে হবে।

এক্ষেত্রে প্রয়োজন হলে ছোট ছোট টার্গেট বা লক্ষ্য নির্ধারণের মাধ্যমে পড়াশোনা করতে পারেন। নিজের পছন্দ অনুসারে বিষয় নির্বাচন করে সেই বিষয় সম্পর্কে কি কি পড়তে চাইছেন তার একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে নিন এবং প্রত্যেকদিন এই লক্ষ্যগুলি পূরণ করার চেষ্টা করুন। একটানা পড়তে না পারলে প্রয়োজনে বিরতি নিন কিন্তু পড়ার অভ্যাস মোটেই ত্যাগ করা যাবে না। এছাড়াও প্রত্যেক দিন খবরের কাগজ পড়ুন, কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে অবহিত থাকুন। UPSC র সিলেবাস শেষ করার পর প্রত্যেকদিন টেস্ট পেপার সল্ভ‌ করুন, প্রয়োজনে প্রচুর পরিমাণ টেস্ট দিন। বিগত বছরের প্রশ্নপত্রগুলি সল্ভ‌ করার মাধ্যমে পরীক্ষা সম্পর্কে যথেষ্ট ধারণা লাভ করার চেষ্টা করুন। নিজের DAF ফর্ম পূরণ করুন এবং ইন্টারভিউয়ের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করুন। তবে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে যে বিষয়টি সর্বাগ্রে প্রয়োজন তা হল নিজের প্রতি বিশ্বাস এবং ভরসা রাখা। আপনার যদি নিজের প্রতি বিশ্বাস এবং ভরসা না থাকে তাহলে আপনি কোনভাবেই পরীক্ষার পড়াশোনার জন্য অগ্রসর হতে পারবেন না।

Leave a Comment