পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে সমগ্র রাজ্যের সাধারণ জনগণের সাহায্যার্থে খাদ্যসাথী প্রকল্প কার্যকর করা হয়েছে। তবে পশ্চিমবঙ্গের জনসাধারণের অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে খাদ্যসাথী প্রকল্পের আওতাধীন রেশন কার্ডগুলিকে ৫ টি ভাগে ভাগ করা হয়েছে। আর সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে কার্যকরী এই পাঁচ প্রকারের রেশন কার্ড হলো – AAY, PHH, SPHH, RKSY-I, RKSY-II । তবে এখানেই শেষ নয়, এই পাঁচ প্রকার রেশন কার্ডের মধ্যেও APL এবং BPL ক্যাটাগরিভুক্ত রেশন কার্ড রয়েছে। ইতিপূর্বে বারংবার এই সংক্রান্ত তথ্য প্রকাশ করা হলেও কোন ধরনের কার্ডগুলি ক্যাটেগারিভুক্ত এবং কোন ধরনের কার্ডগুলি বিপিএল ক্যাটাগরি ভুক্ত তা নিয়ে রাজ্যের সাধারণ জনগণের মধ্যে যথেষ্ট আলাপ-আলোচনার সূত্রপাত ঘটেছে। চলুন তবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে কার্যকরী রেশন কার্ডের ক্যাটাগরি সম্পর্কে জেনে নেওয়া যাক।
AAY ক্যাটেগারি ভুক্ত রেশন কার্ড:- পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে, AAY রেশন কার্ড দরিদ্র সীমার নিচে বসবাসকারী সাধারণ জনগণের জন্য অর্থাৎ BPL তালিকাভুক্ত সাধারণ জনগণের জন্য কার্যকর করা হয়েছে। অর্থাৎ এই কার্ডটি একটি বিপিএল রেশন কার্ড। পশ্চিমবঙ্গে বসবাসকারী গরীব অসহায় এবং দুঃস্থ পরিবারগুলিকে সহায়তা করার জন্যই এই বিশেষ কার্ডটি কার্যকর করা হয়েছে। AAY কার্ডের আওতাভুক্ত পরিবারগুলি প্রত্যেক মাসে ২১ কেজি করে চাল এবং ১৩ কেজি ৩০০ গ্রাম করে আটা অথবা ১৪ কেজি করে গম সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে থাকেন। এছাড়াও এই সমস্ত পরিবারগুলি ১ কেজি করে চিনি পেয়ে থাকেন, যদিও এই সমস্ত পরিবারগুলিকে ১৩ টাকা ৫০ পয়সা কেজি দরে চিনি কিনে নিতে হয়।
PHH ক্যাটেগারিভুক্ত রেশন কার্ড:- পশ্চিমবঙ্গে বসবাসকারী যে সমস্ত পরিবারগুলি প্রত্যেক মাসে ১৫০০০ টাকা বা তার তুলনায় কম অর্থ উপার্জন করে থাকেন সেই সমস্ত পরিবারের সদস্যরা PHH ক্যাটাগরির আওতাভুক্ত রেশন কার্ড পেয়ে থাকেন। PHH রেশন কার্ডটিকেও বিপিএল রেশন কার্ড হিসেবে গণ্য করা হয়ে থাকে। PHH কার্ডের আওতাভুক্ত ব্যক্তিরা প্রতিমাসে মাথাপিছু ৩ কেজি করে চাল এবং ১ কেজি ৯০০ গ্রাম করে আটা অথবা ২ কেজি গম সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে থাকেন।
SPHH ক্যাটেগারিভুক্ত রেশন কার্ড:- পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের খাদ্য এবং সরবরাহ দপ্তরে তরফে জারি করা তথ্য অনুসারে জানা গিয়েছে যে, SPHH রেশন কার্ডটিও একটি বিপিএল তালিকাভুক্ত কার্ড। অর্থাৎ শুধুমাত্র বিপিএল তালিকাভুক্ত দরিদ্র জনগণের জন্যই এই কার্ডটি কার্যকর করা হয়েছে। এক্ষেত্রে SPHH ক্যাটেগারিভুক্ত কার্ডের আওতাধীন প্রতিটি সাধারণ জনগণ প্রত্যেক মাসে ৩ কেজি করে চাল এবং ১ কেজি ৯০০ গ্রাম আটা অথবা ২ কেজি করে গম সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে থাকেন।
RKSY-I ক্যাটেগরিভুক্ত রেশন কার্ড:- রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা আওতাভুক্ত এই কার্ডটি একটি বিপিএল রেশন কার্ড। যদিও উপরোক্ত তিনটি কার্ডের তুলনায় এই কার্ডের আওতাভুক্ত সাধারণ জনগণ যথেষ্ট কম পরিমাণ খাদ্যশস্য পেয়ে থাকেন। এক্ষেত্রে RKSY-I ক্যাটেগরি ভুক্ত রেশন কার্ডের আওতাধীন সাধারণ জনগণ প্রত্যেক মাসে ২ কেজি করে চাল এবং ৩ কেজি করে গম সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে থাকেন।
RKSY-II ক্যাটেগরি ভুক্ত রেশন কার্ড:- রাজ্য সরকারের তরফে জারি করা তথ্য অনুসারে জানা গিয়েছে যে, APL তালিকাভুক্ত সাধারণ জনগণের জন্য RKSY-II ক্যাটেগরি ভুক্ত রেশন কার্ড কার্যকর করা হয়েছে অর্থাৎ রাজ্য সরকারের তরফে কার্যকরী এই কার্ডটি APL রেশন কার্ড। এই কার্ডের আওতাধীন প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেক মাসে ১ কেজি করে চাল এবং ১ কেজি করে গম সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে।
বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, ইতিপূর্বে বহু সংখ্যক মানুষ বিপিএল তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও APL ক্যাটেগারি ভুক্ত রেশন কার্ড পেয়েছেন, যার ফলে এই সমস্ত নাগরিকদের যথেষ্ট ভোগান্তি পোহাতে হয়। আর তাই রাজ্য সরকারের তরফে এপিএল রেশন কার্ড এবং বিপিএল রেশন কার্ড সংক্রান্ত সমস্ত প্রকার তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। এর ফলে কোন বিপিএল তালিকাভুক্ত সাধারণ নাগরিক যদি এপিএল ক্যাটেগারি ভুক্ত রেশন কার্ড পেয়ে থাকেন তবে তিনি বিপিএল ক্যাটাগরিভক্ত রেশন কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন এবং নিজের অর্থনৈতিক অবস্থা অনুসারে খাদ্যশস্য পাওয়ার অধিকার ভোগ করতে পারবেন, এমনটাই দাবি করা হচ্ছে সংশ্লিষ্ট মহলের বিশিষ্ট ব্যক্তিত্বদের তরফে।