ই-শ্রম কার্ড থাকলে কি কি সুবিধা মিলবে, জেনে নিন এখনই।

ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সমগ্র দেশের বিভিন্ন প্রান্তে বসবাসকারী আর্থিকভাবে দুর্বল শ্রেণীর দরিদ্র নাগরিকদের আর্থিক উন্নয়ন সহ জীবনযাত্রার উন্নয়নের জন্য বিভিন্ন প্রকার প্রকল্প এবং যোজনা কার্যকর করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ভারতের অসংরক্ষিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য কার্যকরী তেমনই এক বিশেষ প্রকল্প হলো ই-শ্রম কার্ড প্রকল্প।

ই-শ্রম কার্ড প্রকল্প কি?

সমগ্র ভারতের বহু সংখ্যক সাধারণ নাগরিক নিজেদের জীবন এবং জীবিকার প্রয়োজনে নানাবিধ অসংরক্ষিত ক্ষেত্রে কাজ করে থাকেন। আর এই সমস্ত জনগণের আর্থিক উন্নয়ন সহ জীবনযাত্রার মনোন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ উদ্যোগে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ই-শ্রম কার্ড প্রকল্পটি কার্যকর করা হয়েছে। মূলত দেশব্যাপী অসংরক্ষিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের আর্থিক সহায়তা এবং বীমার সুরক্ষা প্রদানের জন্য এই প্রকল্পটি কার্যকর করা হয়েছে, এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত রিপোর্ট অনুসারে। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত তথ্য জানানো হয়েছে যে, ই-শ্রম কার্ডের আওতায় শ্রমিকদের নাম নথিভুক্ত করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে যে বিশেষ পোর্টালটি ওপেন করা হয়েছিল তার মাধ্যমে ইতিমধ্যেই ২৮ কোটিরও বেশি নাগরিক ই-শ্রম কার্ড যোজনার অধীনে নিজেদের নাম নথিভুক্ত করেছেন। সুতরাং আপনি কিংবা আপনার পরিবারের অন্য কোনো সদস্য যদি অসংরক্ষিত ক্ষেত্রে কর্মরত শ্রমিক হয়ে থাকেন তবে নিজের এবং নিজের পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য ই-শ্রম কার্ড প্রকল্পের আওতায় নিজের নাম নথিভুক্ত করুন।

eshram-card

ই-শ্রম কার্ড প্রকল্পের আওতায় কি কি সুবিধা পাওয়া যাবে?

ভাতা এবং পেনশনের সুবিধা:

কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত তথ্য মারফত জানা গিয়েছে যে, ই-শ্রম কার্ডের আওতাধীন অসংরক্ষিত ক্ষেত্রের শ্রমিকরা প্রত্যেক মাসে ৫০০ টাকা থেকে ১ হাজার টাকার ভাতা পেয়ে থাকেন। মূলত অসংরক্ষিত ক্ষেত্রে কর্মরত এই সমস্ত শ্রমিকরা যাতে নিজের এবং নিজের পরিবারের ভরণপোষণ সঠিকভাবে করতে পারে তা নিশ্চিত করার জন্যই কেন্দ্রীয় সরকারের তরফে ই-শ্রম কার্ড প্রকল্পের আওতায় এই বিশেষ ভাতা কার্যকর করা হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত তথ্যে আরো জানানো হয়েছে যে, ই-শ্রম কার্ডের আওতাধীন অসংরক্ষিত ক্ষেত্রের শ্রমিকদের ৬০ বছর বয়স হলেই তারা কেন্দ্রীয় সরকারের তরফে বিশেষ পেনশনের সুবিধা পেয়ে যাবেন। অসংরক্ষিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের বৃদ্ধ বয়সে যাতে কোনরূপ সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্যই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন:- বাড়িতে বুনুন মেহগনি গাছের চারা এবং ১০ বছরে হয়ে যান ভালো টাকার মালিক। বিস্তারিত জেনে নিন।

বীমার সুবিধা:-

ই-শ্রম কার্ডের আওতাভুক্ত অসংরক্ষিত ক্ষেত্রের শ্রমিকরা প্রধানমন্ত্রী নিরাপত্তা বীমা যোজনার মাধ্যমে ২ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমার সুবিধা পেয়ে থাকেন। কেন্দ্রীয় সরকারের তরকে প্রকাশিত তথ্য অনুসারে জানানো হয়েছে যে, ই-শ্রম কার্ডের অধীনে থাকা কোনো শ্রমিক যদি কোনরূপ দুর্ঘটনার কারণে শারীরিক এবং মানসিকভাবে প্রতিবন্ধী হয়ে যান, তবে তিনি এই যোজনার মাধ্যমে ১ লক্ষ টাকার অনুদান পাবেন। অন্যদিকে ই-শ্রম কার্ডের অধীনস্থ কোনো শ্রমিক যদি কোনো দুর্ঘটনার কারণে মারা যান তবে উক্ত শ্রমিকের পরিবার কিংবা আইনসম্মত উত্তরাধিকারী ২ লক্ষ টাকা দুর্ঘটনা বিমার সুবিধা পাবেন।

বিভিন্ন প্রকার প্রয়োজনীয় দ্রব্য প্রদান:-

বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, ই-শ্রম কার্ডের আওতাধীন সাধারণ নাগরিকদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেলাই মেশিন, সাইকেল সহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যগুলি প্রদান করা হয়ে থাকে। বিভিন্ন অসংরক্ষিত ক্ষেত্রে কর্মরত কর্মীদের পাশাপাশি তাদের পরিবারের অন্যান্য সদস্যরা যাতে উপার্জন করতে পারে তা নিশ্চিত করার জন্যই কেন্দ্রীয় সরকারের তরফে এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

নাগরিকদের সুবিধার্থে জানিয়ে রাখি যে, ভারতের স্থায়ীভাবে বসবাসকারী ১৮ থেকে ৫৯ বছর বয়সী অসংরক্ষিত ক্ষেত্রে শ্রমিকদের জন্যই এই বিশেষ প্রকল্প কার্যকর করা হয়েছে। অন্যদিকে যে সমস্ত শ্রমিকরা, কোনরূপ সরকারি যোজনা কিংবা পেনশন যোজনার আওতায় সুবিধা পেয়ে থাকেন তারা কোনভাবেই এই প্রকল্পের আওতায় অনুদান পাবেন না। সুতরাং আপনিও যদি ভারতে বসবাসকারী অসংরক্ষিত ক্ষেত্রে কর্মরত শ্রমিক হয়ে থাকেন তবে প্রত্যেক মাসে ভাতা থেকে শুরু করে পেনশন এবং বীমার সুবিধা পাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকর ই-শ্রম কার্ড যোজনার অধীনে নিজের নাম নথিভুক্ত করুন। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে আপনারা কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী ই-শ্রম কার্ড যোজনার পোর্টাল https://eshram.gov.in/ -এর মাধ্যমে বাড়িতে বসে এই যোজনার অধীনে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন।

Leave a Comment