‘ইউ/এ’ শংসাপত্র নয় ‘এ’ শংসাপত্র নিয়েই আগস্ট মাসে প্রকাশিত হতে চলেছে ও মাই গড ২।

অক্ষয় কুমারের নতুন লুক প্রকাশের পর থেকেই ওএমজি ২ বা ও মাই গড ২ সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সমগ্র ভারতের সিনেমাপ্রেমীরা। ইতিপূর্বেই সিনেমার নির্মাতাদের তরফে জানানো হয়েছিল যে, আগত ১১ই আগস্ট অক্ষয় কুমার, পঙ্কজ ত্রিপাঠী এবং ইয়ামি গৌতম অভিনীত ও মাই গড ২ সিনেমাটি মুক্তি পেতে চলেছে। তবে মুক্তি পাবার আগে ও মাই গড ২ নিয়ে বড় খবর প্রকাশ্যে আনলেন সিনেমার নির্মাতারা।

বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, ‘ইউ/এ’ শংসাপত্র নয় ‘এ’ শংসাপত্র নিয়ে মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের সিনেমা ও মাই গড ২। আর এই বিষয়টি নিয়েই ভারতের সিনেমাপ্রেমীদের মধ্যে বিভিন্ন প্রকার প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই সমস্ত প্রশ্নের উত্তরে সিনেমার কর্মকর্তাদের তরফে জানানো হয়েছে যে, ও মাই গড ২ সিনেমাটিকে কেন্দ্র করে প্রথম থেকেই যথেষ্ট বিতর্কে সৃষ্টি হয়েছিল, যার কারণে সেন্সর বোর্ডের তরফে ও মাই গড ২ -এর মুক্তি স্থগিত রাখা হয়েছিল, শুধু তাই নয় আটকে রাখা হয়েছিল সিনেমার শংসাপত্রও। এই পাশাপাশি সেন্সর বোর্ডের তরফে ২০ টি দৃশ্যে কাটছাঁট করার নির্দেশ দেওয়া হয়েছিল। অন্যদিকে ওএমজি ২ প্রকাশের দিনক্ষণ সমস্ত আগে থেকেই নির্ধারিত হওয়ায় বিপাকে পড়েছিলেন নির্মাতারা।

oh-my-god-2

এমতাবস্থায় কোনরকম কাটছাঁট ছাড়াই যাতে সিনেমাটি মুক্তি পায় তা নিশ্চিত করতে সেন্সর বোর্ডের সঙ্গে সিনেমা নির্মাতাদের ঠান্ডা লড়াই শুরু হয়ে গিয়েছিল। বহু লড়াইয়ের পর সিনেমাটি আগামী ১১ ই আগস্ট মুক্তি পেতে চলেছে। কোনো দৃশ্যে কাঁচি চালানো না হলেও সিনেমাটিকে ‘এ’ শংসাপত্র প্রদান করেছে সেন্সর বোর্ড, যদিও সিনেমার বেশ কিছু দৃশ্যে পরিবর্তন করা হয়েছে, এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে। সিনেমাটিকে ‘এ’ শংসাপত্র প্রদান করায় কেবলমাত্র প্রাপ্তবয়স্ক নাগরিকরাই ও মাই গড ২ সিনেমাটি দেখতে পারবেন। যদিও সিনেমাটিকে ‘এ’ শংসাপত্র প্রদান করার বিষয়টি নিয়েও বিরোধিতা করেছিলেন সিনেমার নির্মাতারা, তবে সেন্সর বোর্ডের কর্মকর্তাদের তরফে জানানো হয়েছিল যে, ‘ইউ/এ’ শংসাপত্র পেতে গেলে সিনেমার প্রচুর দৃশ্যে পরিবর্তন করতে হবে।

আরও পড়ুন:- ৮০% নাম্বারেই কেন হয় লেটার মার্কস? কখনো ভেবে দেখেছেন?

কিন্তু সিনেমার নির্মাতারা সিনেমাটি মুক্তির দিনক্ষণ আগে থেকেই স্থির করে রেখেছিলেন, যার ফলে মুক্তির ঠিক আগেই সিনেমার বিভিন্ন দৃশ্যের কাঁচি চালিয়ে সিনেমাটিকে পরিবর্তন করে ‘ইউ/এ’ শংসাপত্র নিতে গেলে সিনেমাটির মুক্তির দিন পিছিয়ে দিতে হতো। আর তাই সমস্ত দিক সামাল দিতে গিয়ে সেন্সর বোর্ডের নির্মাতাদের সিদ্ধান্তকেই মেনে নিয়েছেন ও মাই গড ২ সিনেমার নির্মাতারা। সুতরাং কোনোরকম সমস্যা ছাড়াই আগামী ১১ই আগস্ট সমগ্র ভারতের বিভিন্ন ক্ষেত্রে নানাবিধ সিনেমা হলে মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার, পঙ্কজ ত্রিপাঠী, ইয়ামি গৌতম অভিনীত ও মাই গড ২ সিনেমাটি। এই সিনেমাটিতে বহুদিন পর কিংবদন্তি অভিনেতা অরুণ গোভিলকে দেখা যাবে, আর তাতেই এই সিনেমার মোড়কে কি লুকিয়ে রয়েছে তা নিয়ে যথেষ্ট উৎসাহী সমগ্র ভারতের সিনেমাপ্রেমীরা।

প্রসঙ্গত উল্লেখ্য ২০১২ সালে অক্ষয় কুমার এবং পরেশ রাওয়াল অভিনীত ও মাই গড সিনেমাটি মুক্তি পেয়েছিল। আর মুক্তি পাওয়ার পর থেকেই সমগ্র ভারতের সাধারণ জনগণের মন ছুঁয়েছিল এই সিনেমা। ও মাই গড প্রকাশের ১১ বছর পর ২০২৩ সালে মুক্তি পেতে চলেছে ও মাই গড ২ ও মাই গড -এর সিক্যুয়েল। যদিও সিনেমার প্রথম পর্বের সঙ্গে দ্বিতীয় পর্বের কোন মিল নেই বলেই জানিয়েছেন সিনেমার নির্মাতারা। এর পাশাপাশি আরো জানা গিয়েছে যে, এই সিনেমায় অক্ষয় কুমারকে ভগবান শিবের ভূমিকায় দেখা যায়। আর তাতেই সাধারণ নাগরিকদের মধ্যে এই সিনেমাটি নিয়ে আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে, যার জেরে সমগ্র ভারতের সিনেমাপ্রেমী থেকে শুরু করে সাধারণ জনগণ প্রত্যেকেই আগামী আগস্ট মাসের অপেক্ষায় রয়েছেন।

Leave a Comment