সিনেমা হলে দর্শক ফেরাতে এবারে মহাদেবের দারস্থ হলেন বলিউডের খিলাড়ি।

একসময় তিনি বলিউড এবং ভারতীয় জনতাকে একের পর এক বিখ্যাত সিনেমা উপহার দিয়েছিলেন। আর সেই সমস্ত বিখ্যাত সিনেমাই তাকে বলিউডের খিলাড়ির তকমা দিয়েছিল। কিন্তু সময়ের চাকা ঘোরে, আর সময় ঘুরলে ধীরে ধীরে পাল্টে যায় ভাগ্যও। এক সময়ে পরপর হিট সিনেমা উপহার দিলেও বলিউডের খিলাড়ি অর্থাৎ অক্ষয় কুমারের এখন প্রায় সব সিনেমাই ফ্লপ। আর এই সমস্ত ফ্লপ সিনেমার তকমা সরিয়ে ভারতীয় জনতা এবং বলিউডকে পুনরায় হিট সিনেমা উপহার দিতে এবারে মহাদেবের দারস্থ হলেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার।

আজ্ঞে হ্যাঁ, অক্ষয় কুমারের নতুন সিনেমায় তাকে মহাদেব অর্থাৎ শিব ঠাকুরের ভূমিকাতেই দেখা যাবে। খুব শীঘ্রই OMG 2 সিনেমা মুক্তি পেতে চলেছে। আর এই সিনেমাতে অক্ষয় কুমার দর্শকদের সামনে শিব ঠাকুরের ভূমিকায় উপস্থিত হতে চলেছেন। ইতিপূর্বে ২০১২ সালের মুক্তিপ্রাপ্ত OMG বা ও মাই গড সিনেমাটি অক্ষয় কুমারের ক্যারিয়ারে সাফল্যের নতুন পালক যুক্ত করেছিল। OMG সিনেমায় অক্ষয় কুমারকে দেখা গিয়েছিল শ্রীকৃষ্ণের চরিত্রে, আর তার সাথে ছিলেন সিনেমা জগতের অন্যতম কিংবদন্তি অভিনেতা পরেশ রাওয়াল। তবে এবারে OMG -এর সিকুয়ালে অক্ষয় কুমারকে শিবের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এবং তার সঙ্গে দেখা মিলবে বলিউডের অন্যতম শক্তিশালী চরিত্রাভিনেতা পঙ্কজ ত্রিপাঠির।

১১ ই আগস্ট সমগ্র ভারত জুড়ে OMG 2 সিনেমাটি মুক্তি পেতে চলেছে। তবে সিনেমা মুক্তির ঠিক ১ মাস আগে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নতুন চরিত্রের লুক শেয়ার করেছেন অক্ষয় কুমার। আর বলিউডের খিলাড়ির নতুন লুক আরও একবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। অক্ষয় কুমারের এই নতুন রূপে OMG 2 সিনেমা নিয়ে নেটিজেনদের মধ্যে পুনরায় প্রত্যাশার সৃষ্টি হয়েছে, সিনেমা নিয়েও শুরু হয়েছে নানা ধরনের মন্তব্য। এর পাশাপাশি আরো জানা গিয়েছে যে, সিনেমার মুক্তির ঠিক ১ মাস আগে অর্থাৎ ১১ ই জুলাই OMG 2 -এর টিজার মুক্তি পাবে।

আরও পড়ুন:- কোনোরকম রূপচর্চা ছাড়াই সুন্দর, স্বাস্থ্যকর ত্বক পাওয়ার রহস্য জেনে নিন।

তবে সিনেমা মুক্তি পেতে এখনো একমাস বাকি থাকলেও সিনেমা নিয়ে কানাঘুষোর অন্ত নেই। বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, OMG 2 সিনেমায় অক্ষয় কুমার এবং পঙ্কজ ত্রিপাঠীর পাশাপাশি এক বড় চমক নিয়ে উপস্থিত হবেন অরুণ গোভিল। বড় পর্দায় তাকে আরও একবার রামের ভূমিকায় দেখা যাবে, এমনটাই দাবি করা হয়েছে এই সমস্ত সূত্রের তরফে প্রকাশিত রিপোর্টে। এর পাশাপাশি এই সিনেমায় দেখা মিলবে ইয়ামি গৌতম ও গোবিন্দ নামদেবের। যথেষ্ট গুরুত্বপূর্ণ রোলে তাদের অভিনয় করতে দেখা যাবে বলেই দাবি করা হচ্ছে বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত রিপোর্টে।

বর্তমানে অক্ষয় কুমার সহ বলিউডের সিনেমার কদর নিম্নমুখী। লকডাউনের পর থেকেই একের পর এক ফ্লপ সিনেমার কারণে বলিউডের থেকে মুখ ফিরিয়েছে ভারতীয় জনতা। তবে শুধুমাত্র যে বলিউডের থেকেই দর্শক মুখ ফিরিয়েছে তা নয়, একের পর এক ফ্লপ সিনেমার কারণে অক্ষয় কুমারের বাজারও নিম্নমুখী। আর তাই দর্শককে ফের হলে ফেরাতে নিজের পূর্ববর্তী সিনেমা ও মাই গড -এর সিকুয়েল OMG 2 এর দ্বারস্থ অক্ষয় কুমার স্বয়ং। যদিও প্রথম লুকেই বাজিমাত করেছেন বলিউডের খিলাড়ি। আগামীকাল অর্থাৎ ১১ ই জুলাই টিজার লঞ্চ করা হলে তা দর্শকমহলে কিরকম প্রতিক্রিয়া সৃষ্টি করে তা জানতে রীতিমতো উৎসাহী হয়ে রয়েছেন সিনেমা প্রেমীরা।

Leave a Comment