হাতে সময় মাত্র ১ দিন। যুবশ্রী প্রকল্পের অনুদান পেতে এই কাজটি করুন।

পশ্চিমবঙ্গবাসী সাধারণ নাগরিকদের কল্যাণের জন্য বরাবরই তৎপর পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। আর তাই নারী, শিশু, কৃষক, শিক্ষার্থী থেকে শুরু করে কর্মহীন যুবক-যুবতী পর্যন্ত রাজ্যের প্রত্যেক নাগরিকের জন্য নানা প্রকারের জনদরদী প্রকল্প চালু করা হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে। তবে রাজ্য সরকারের তরফে কার্যকরী এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে বর্তমানে যুবশ্রী প্রকল্প নিয়ে চর্চা রীতিমতো তুঙ্গে রয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রের বেকার, কর্মহীন যুবক-যুবতীদের সহায়তা করার জন্য ২০১৩ সালে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের মাধ্যমে যুবশ্রী প্রকল্প কার্যকর করা হয়েছিল। আর এই চলতি বছর অর্থাৎ ২০২৩ -এর শুরুতেই এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফে যুবশ্রী প্রকল্পের নতুন ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয়েছে।

যুবশ্রী প্রকল্প:-

পশ্চিমবঙ্গে বসবাসকারী ১৮ থেকে ৪৫ বছর বয়সী কর্মহীন ব্যক্তিদের জন্য রাজ্য সরকারের তরফে যুবশ্রী প্রকল্প কার্যকর করা হয়েছিল। এই প্রকল্পের আওতাধীন সমস্ত যুবক-যুবতীদের প্রত্যেক মাসে ১৫০০ টাকার অনুদান দেওয়া হয়ে থাকে। রাজ্যের বেকার যুবক-যুবতীরা যাতে বিভিন্ন ক্ষেত্রে কর্মদ্যোগী হতে পারে তা নিশ্চিত করতেই রাজ্য সরকারের তরফে যুবশ্রী প্রকল্প কার্যকর করা হয়েছিল। তবে রাজ্য সরকারের তরকে প্রকাশিত তথ্য অনুসারে জানানো হয়েছে যে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই কেবলমাত্র এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন। এর পাশাপাশি আরও জানা গিয়েছে যে, রাজ্যের যেসকল যুবক-যুবতীদের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অধীনে নাম নথিভুক্ত রয়েছে তারাই কেবলমাত্র এই প্রকল্পের আওতায় আবেদনের ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হবেন। অন্যদিকে, রাজ্য সরকারের তরফে কার্যকর শর্তাবলীতে জানানো হয়েছে, এই প্রকল্পের আওতায় অনুদান পাওয়ার ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অন্ততপক্ষে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। এমনকি যে সমস্ত প্রার্থীরা অন্য কোন সরকারি প্রকল্পের আওতায় অনুদান পেয়ে থাকেন তারা এই প্রকল্পের আওতায় কোনরূপ অনুদান পাবেন না।

যুবশ্রী প্রকল্পের ওয়েটিং লিস্ট কি?

প্রত্যেক বছর বহু সংখ্যক বেকার যুবক-যুবতী যুবশ্রী প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করার জন্য আবেদন জানিয়ে থাকেন। যুবশ্রী প্রকল্পের কর্তৃপক্ষের তরফে এই সমস্ত আবেদন পত্রগুলিকে খতিয়ে দেখা হয় এবং আবেদনকারীর পরিবারের আর্থিক পরিস্থিতি অনুসারে যুবক-যুবতীদের যুবশ্রী প্রকল্পের আওতায় অনুদান দেওয়া হয়ে থাকে। আগামী দিনে কারা যুবশ্রী প্রকল্পের আওতায় অনুদান পাবেন তা জানাতেই সমগ্র এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক -এর তরফ থেকে রাজ্যের বেকার যুবক-যুবতীদের উদ্দেশ্যে যুবশ্রী প্রকল্পের ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয়ে থাকে। অর্থাৎ যে সমস্ত যুবক যুবতীদের নাম যুবশ্রী প্রকল্পের ওয়েটিং লিস্টে থাকবে তারাই আগামী দিনে এই প্রকল্পের আওতায় অনুদান পাবেন।

আরও পড়ুন:- রাতে ঘুমোতে পারছেন না? ঘুমের সমস্যা সমাধানের বিশেষ কিছু পদ্ধতি জেনে নিন।

যুবশ্রী প্রকল্পের ওয়েটিং লিস্টে নাম থাকলে কি করণীয়?

যুবশ্রী প্রকল্পের ওয়েটিং লিস্টের কথা উঠলে প্রথমেই যে প্রশ্নটি আসে তা হল, যুবশ্রী প্রকল্পের ওয়েটিং লিস্ট কিভাবে দেখা সম্ভব? আর এই প্রশ্নের উত্তরে বলতে হয় যে, যুবশ্রী প্রকল্পের ওয়েটিং লিস্ট দেখার জন্য আপনাকে পৌঁছে যেতে হবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক -এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.employmentbankwb.gov.in/ -এ। এরপর হোম পেইজে থাকা VIEW YUVASREE WAITING LIST অপশনে ক্লিক করুন। উপরোক্ত অপশনে ক্লিক করলেই যুবশ্রী প্রকল্পের ওয়েটিং লিস্টটি আপনার ফোনে পিডিএফ ওকে ডাউনলোড হয়ে যাবে। এরপর ওই পিডিএফ থেকে আপনি দেখে নিতে পারবেন এই প্রকল্পের আওতায় আপনার নাম রয়েছে কিনা। তবে শুধুমাত্র যুবশ্রী প্রকল্পের ওয়েটিং লিস্টে আপনার নাম থাকলেই এই প্রকল্পের আওতায় অনুদান পাওয়া যাবে এমনটা নয়।

যুবশ্রী প্রকল্পের আওতায় অনুদান পাওয়ার জন্য আপনাকে Annexure-I নামক একটি ফর্ম পূরণ করতে হবে। এই ফর্মটি আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই পূরণ করে সাবমিট করতে পারবেন। ফর্মটি সাবমিট করার জন্য আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট https://www.employmentbankwb.gov.in/ -এর হোম পেইজে চলে যেতে হবে। এরপর হোম পেইজে থাকা Submit Annexure-I অপশনে ক্লিক করতে হবে এবং আপনার User ID / Enrolment Number ও পাসওয়ার্ড -এর মাধ্যমে লগইন করে ফর্মটি পূরণ করতে হবে। সবশেষে ফর্মটি সাবমিট করে ফর্মটিকে প্রিন্ট করে নিয়ে হার্ড কপি রুপে নিজের কাছে রাখতে হবে। যুবশ্রী প্রকল্পের ওয়েটিং লিস্টে যে সমস্ত যুবক-যুবতীদের নাম রয়েছে তাদের ১৭ ই এপ্রিল তারিখ থেকে শুরু করে ১ লা জুন ২০২৩ তারিখের মধ্যে Annexure-I ফর্মটি পূরণ করতে হবে। অর্থাৎ যে সমস্ত যুবক-যুবতীদের নাম যুবশ্রী প্রকল্পে ওয়েটিং লিস্টে রয়েছে তাদের কাছে এই ফর্মটি জমা করার জন্য আর মাত্র ১ দিন সময় রয়েছে।

yuvasree

তবে এখানেই শেষ নয়, বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, ANNEXURE-I সাবমিট করার পর যুবশ্রী প্রকল্পের ওয়েটিং লিস্টে থাকা যুবক-যুবতীদের ANNEXURE-II নামক আরও একটি ফর্ম পূরণ করতে হবে। ANNEXURE-II ফর্মটিও এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক -এর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। তবে এই ফর্মটি পূরণ করার জন্য কোনরূপ অনলাইন পোর্টাল কার্যকর করা হবে না। যুবশ্রী প্রকল্পের আওতায় অনুদান পাওয়ার জন্য আপনাকে এই ফর্মটি প্রিন্ট করে নিয়ে নির্ভুলভাবে পূরণ করতে হবে এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে ফর্মটি জমা দিয়ে আসতে হবে। যুবশ্রী প্রকল্পের ওয়েটিং লিস্টের আওতাধীন সকল ব্যক্তিরা এই দুটি ফর্ম পূরণ করে সঠিকভাবে সাবমিট করলেই তারা এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ১৫০০ টাকা করে অনুদান পেয়ে যাবেন। সুতরাং আপনার নামও যদি যুবশ্রী প্রকল্পের নতুন ওয়েটিং লিস্টে থেকে থাকে তবে আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে উপরোক্ত ফর্ম দুটি অর্থাৎ Annexure-I এবং ANNEXURE-II ফর্ম দুটি পূরণ করে সাবমিট করতে হবে, তাহলেই আপনি এই প্রকল্পের আওতায় অনুদান পাবেন।

Leave a Comment