বিভিন্ন প্রকার রূপকথার গল্প আমরা নানা ধরনের অবাস্তব গাড়ি, নিয়ে বাড়ি কিংবা পশু-পাখির কথা পড়লেও বাস্তবে তা একেবারে দিবাস্বপ্নের মত। তবে বর্তমানে বিজ্ঞান এবং প্রযুক্তির কল্যাণে এমন বেশ কিছু যন্ত্র আবিষ্কৃত হয়েছে যার মাধ্যমে রূপকথার গল্পের মতই নানা ধরনের গাড়ি, বাড়ি আমাদের সামনে হাজির হয়েছে। আর এবারে প্রযুক্তি বিদ্যার দৌলতে এমন এক বিশেষ ট্রেন কার্যকর করা হতে চলেছে যাতে মানুষ এবং পণ্য একই সফর করবে। অর্থাৎ আগামী দিনে এমন এক বিশেষ ধরনের ট্রেন কার্যকর করা হতে চলেছে যাতে করে যাত্রীবাহী ট্রেন এবং মালট্রেনের কাজ একই সঙ্গে করা সম্ভব হবে।
সমগ্র ভারতব্যাপী যে সমস্ত মাল গাড়ির মাধ্যমে নানাবিধ পণ্য পরিবহণ করা হয়ে থাকে সেই সমস্ত মালগাড়িগুলি যথেষ্ট ধীরে চলাচল করে, ফলত এক জায়গা থেকে অন্য জায়গায় নানাবিধ দ্রব্য পৌঁছাতে প্রচুর সময় লেগে যায়। আর এই সমস্যা সমাধানের খাতিরে এক নতুন প্রযুক্তি সম্মত ট্রেন চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রেল কর্তৃপক্ষের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, আগামী দিনে দোতলা বাসের মতোই দোতলা ট্রেন তৈরি করতে উদ্যোগে ভারতীয় রেল। এই ট্রেনের একতলায় থাকবে নানা ধরনের পণ্য এবং দোতালায় সাধারণ যাত্রীরা শুয়ে কিংবা বসে যাত্রা করতে পারবেন। শুধু তাই নয়, যাত্রীদের শোয়া কিংবা বসার জন্য যথেষ্ট আরামদায়ক ব্যবস্থা গ্রহণ করা হবে রেল কর্তৃপক্ষের তরফে, এমনকি যাত্রীদের সুবিধার্থে শৌচাগার থেকে প্যান্ট্রি সব ধরনের ব্যবস্থায় কার্যকর করা হবে এই টু ইন ওয়ান ট্রেনে।
ভারতীয় রেলের তর্কে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে খুব শীঘ্রই এই টু ইন ওয়ান ফ্রেন্ড চালু করতে উদ্যোগী ইন্ডিয়ান রেল। যার জেরে ইতিমধ্যেই এই নতুন ট্রেনের বগির নকশা তৈরি সম্পন্ন করা হয়েছে। এমনকি তিনটি নকশার মধ্যে থেকে একটি বেছে নিয়ে তা অনুসারে পাঞ্জাবের কপূরথালায় রেলের কোচ তৈরির ফ্যাক্টরিতে এই নতুন ধরনের ট্রেনের বগি তৈরীর প্রক্রিয়া কার্যকর করা হয়েছে। পরীক্ষামূলক চলাচল সফল হলে কুঁড়ি বুকের দুটি ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ভারতীয় রেলের তরফে। যদিও কোন রুটে এই ট্রেন চালানো হবে এই ট্রেনের ভাড়া কত হবে তা সংক্রান্ত কোনো প্রকার তথ্য প্রকাশ করা হয়নি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।
আরও পড়ুন:- দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
ভারতীয় রেলের তরফে জারি করা নির্দেশিকা মারফত জানা গিয়েছে যে, এই টু ইন ওয়ান ট্রেনের ক্ষেত্রে ফ্লাইটের মতোই বেলি ফ্রেইট -এর ব্যবস্থা থাকবে। ট্রেনের নিচের তলায় ৬ টন পর্যন্ত লোড নেওয়ার মত ব্যবস্থা করা হবে, অন্যদিকে ট্রেনের উপর তলায় থাকবেন যাত্রীরা। যাত্রীদের সুবিধার জন্য জন্য এগজিকিউটিভ ক্লাসের মতো ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে একটি বগিতে মোট ৪৬ টি আসন থাকবে আর এর সাথে থাকবে প্যান্ট্রি এবং শৌচাগার ব্যবস্থা। মূলত করোনার সময় দেশের বিভিন্ন প্রান্তে পণ্য পরিবহণের ক্ষেত্রে ভারতীয় রেলকে যথেষ্ট সমস্যা সম্মুখীন হতে হয়েছিল আর তখন থেকেই এই টু ইন ওয়ান ট্রেন কার্যকর করতে উদ্যোগী হয়েছে ভারতীয় রেল। ভারতীয় রেলের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, আগামী আগস্ট মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে কার্গো প্যাসেঞ্জার কোচ বা টু ইন ওয়ান ট্রেন চালাতে উদ্যোগী ভারতীয় রেল।