১৫ ই আগস্ট অর্থাৎ চলতি মাসের ১৫ তারিখে সমগ্র ভারতজুড়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হবে। আর এই স্বাধীনতা দিবসের শুভ অবসরে ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে এমন এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে সমগ্র ভারতের সাধারণ মানুষের কাছে অত্যন্ত স্বল্পমূল্যে জাতীয় পতাকা পৌঁছে দেবে। বর্তমানে ভারত সরকারের তরফে গৃহীত এই উদ্যোগের মাধ্যমে আপনারা বাড়িতে বসেই মাত্র ২৫ টাকার বিনিময়ে জাতীয় পতাকা পেয়ে যাবেন। চলুন তবে জেনে নেওয়া যাক কিভাবে আপনার বাড়িতে বসে মাত্র ২৫ টাকার বিনিময়ে ভারতের জাতীয় পতাকা সংগ্রহ করবেন:-
১. বাড়িতে বসেই জাতীয় পতাকা সংগ্রহ করার জন্য প্রথমেই আপনাকে ePost Office -এর অফিশিয়াল ওয়েবসাইট https://www.epostoffice.gov.in/ -এ পৌঁছে যেতে হবে।
২. পরবর্তীতে এই ওয়েবসাইটের হোম পেইজে থাকা Har Ghar Triranga -এর যে বিশেষ অপশনটি রয়েছে তাতে ক্লিক করুন।
৩. উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে একটি নতুন পেজ আসবে যাতে জাতীয় পতাকার ছবি সহ আপনার বাড়িতে যে পতাকাটি ডেলিভার করা হবে তার বিভিন্ন প্রকার বৈশিষ্ট্য উল্লেখ করা থাকবে। এই পেজের একেবারে নিচের দিকে থাকা Quantity অপশনের মাধ্যমে আপনি কটি পতাকা কিনতে চাইছেন তা নির্বাচন করে নিন এবং Buy Now অপশনে ক্লিক করুন। এক্ষেত্রে নাগরিকদের সুবিধার্থে জানিয়ে রাখি যে, আপনি একবারে সর্বমোট ৫ টি পতাকা অর্ডার করতে পারবেন।
৪. Buy Now বাটনে ক্লিক করলে আপনার সামনে একটি ফ্লাশ মেসেজ আসবে যাতে আপনাকে আপনার মোবাইল নম্বরটি লিখে Send OTP অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে যে ওটিপি আসবে তা সঠিকস্থানে সঠিকভাবে লিখে Verify OTP অপশনে ক্লিক করার মাধ্যমে OTP ভেরিফিকেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
৫. পরবর্তীতে আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনাকে আপনার নাম, মোবাইল নম্বর, ইমেইল এড্রেস, ঠিকানা সংক্রান্ত সমস্ত প্রকার তথ্য উল্লেখ করতে হবে।
আরও পড়ুন:- পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট কি পুনরায় চালু হবে, কি বলছে RBI?
৬. এরপর উত্তর পেজটির একেবারে নিচের দিকে থাকা Process to Payment অপশনে ক্লিক করার মাধ্যমে পেমেন্টের প্রক্রিয়াটি সম্পন্ন করলেই জাতীয় পতাকা অর্ডার করার প্রক্রিয়াটি সম্পন্ন হবে। অর্ডার করার কিছুদিনের মধ্যেই পোস্ট অফিসের তরফে নির্ধারিত ঠিকানায় জাতীয় পতাকা পৌঁছে দেওয়া হবে।
স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের সমস্ত ক্ষেত্রে সাধারণ মানুষের হাতে জাতীয় পতাকা পৌঁছে দেওয়ার জন্যই কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় ডাক বিভাগের তরফে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই বিশেষ উদ্যোগের মাধ্যমে সমগ্র দেশের সাধারণ মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলে সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে ভারত সরকারের তরফে।