পশ্চিমবঙ্গবাসীর কল্যাণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে রাজ্য সরকারের তরফে কার্যকরী এক বিশেষ প্রকল্প হলো সমব্যথী প্রকল্প। রাজ্য সরকারের তরফে কার্যকরী এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের বসবাসকারী দুঃস্থ, দরিদ্র সাধারণ জনগণকে ২০০০ টাকার অনুদান প্রদান করা হয়ে থাকে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে কার্যকরী এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের মধ্যে বেশ সাড়া ফেলেছে। আর তাতেই আজ আমরা সমব্যথী প্রকল্প নিয়ে সমস্ত প্রকার তথ্য আলোচনা করতে চলেছি।
সমব্যথী কী?
সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন প্রত্যন্ত গ্রামাঞ্চলে এখনো পর্যন্ত অনগ্রসর শ্রেণীর আর্থিকভাবে অসহায় পরিবারের অন্তর্ভুক্ত এমন বহু সাধারণ মানুষ রয়েছেন যারা অর্থের অভাবে নিজেদের আত্মীয়-পরিজন কিংবা পিতা-মাতার শেষকৃত্য টুকুও সঠিকভাবে সম্পন্ন করতে পারেন না। আর তাতেই পশ্চিমবঙ্গে বসবাসকারী এই সমস্ত জনগণের কল্যাণের জন্য রাজ্য সরকারের তরফে সমব্যথী প্রকল্প কার্যকর করা হয়েছে, যার আওতায় পশ্চিমবঙ্গে বসবাসকারী সাধারণ জনগণ তাদের পিতা-মাতা কিংবা যেকোনো নিকট আত্মীয়ের শেষকৃত্য সম্পন্ন করার জন্য ২০০০ টাকার অনুদান পেয়ে যাবেন। মূলত পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী আর্থিকভাবে দুর্বল শ্রেণীর সাধারণ জনগণের পরিবার পরিজন কিংবা নিকট আত্মীয়ের শেষকৃত্য যাতে সুষ্ঠভাবে সম্পন্ন করা সম্ভব হয় তা নিশ্চিত করার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিশেষ প্রকল্প কার্যকর করা হয়েছে।
কারা সমব্যথী প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন?
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে জারি করা তথ্য অনুসারে জানা গিয়েছে যে, কেবলমাত্র পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাসকারী সাধারণ নাগরিকরা এই প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। এক্ষেত্রে ভিনরাজ্যের কোনো নাগরিক যদি পশ্চিমবঙ্গে মারা যান তবে তার শেষকৃত্য সম্পন্ন করার জন্য কোনরূপ অনুদান পাওয়া যাবে না। অন্যদিকে রাজ্য সরকারের তরফে কার্যকরী নির্দেশিকা মারফত আরো জানা গিয়েছে যে, এই প্রকল্পের আওতায় অনুদান পাওয়ার ক্ষেত্রে মৃত ব্যক্তির শেষকৃত্য পশ্চিমবঙ্গের অভ্যন্তরেই সম্পন্ন করতে হবে। পশ্চিমবঙ্গে বসবাসকারী কোনো ব্যক্তির যদি পশ্চিমবঙ্গের বাইরে মৃত্যু ঘটে এবং উক্ত রাজ্যেই মৃত ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন করা হয়, তবে মৃত ব্যক্তির পরিবার কিংবা আত্মীয়রা এই প্রকল্পের আওতায় কোনরূপ অনুদান পাবেন না।
সমব্যথী প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গবাসীর জনগণ কি কি সুবিধা পেয়ে থাকেন?
সমব্যথী প্রকল্পের মারফত পশ্চিমবঙ্গে বসবাসকারী আর্থিকভাবে দুর্বল শ্রেণীভুক্ত, অসহায় জনগণ তাদের পরিবার, পরিজন কিংবা নিকট আত্মীয়ের শেষকৃত্য সম্পন্ন করার জন্য অথবা কবর দেওয়ার জন্য এককালীন ২০০০ টাকার অনুদান পেয়ে থাকেন। নাগরিকদের সুবিধার্থে জানিয়ে রাখি যে, রাজ্য সরকারের তরফে কার্যকরী অন্যান্য প্রকল্পের ন্যায় এই প্রকল্পের টাকা আবেদনকারী ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় না। এক্ষেত্রে মৃত ব্যক্তির শেষকৃত্য দ্রুত সম্পন্ন করার জন্য আবেদনকারীর ব্যক্তিকে সরাসরি ২০০০ টাকার অনুদান প্রদান করা হয়ে থাকে।
আরও পড়ুন:- আপনার রেশন কার্ডটি APL নাকি BPL ক্যাটাগরিভুক্ত জেনে নিন।
পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী দরিদ্র জনগণের জন্যই রাজ্য সরকারের তরফে এই সমব্যথী প্রকল্পটি কার্যকর করা হয়েছে। অর্থাৎ শুধুমাত্র আর্থিকভাবে দুর্বল শ্রেণীর আওতাভুক্ত দরিদ্র জনগণ নিজেদের প্রিয়জন কিংবা আত্মীয়র শেষকৃত্য সম্পন্ন করার জন্য এই প্রকল্পের অধীনে এককালীন ২০০০ টাকার অনুদান পেয়ে যাবেন। যদি এক্ষেত্রে মৃত ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন করার জন্য যে অনুদানের টাকা প্রদান করা হবে তা মৃত ব্যক্তির পরিবারের সদস্য কিংবা কোনো নিকট আত্মীয়ই দাবি করতে পারবেন। তবে কোনো ব্যক্তির যদি পরিবার কিংবা কোনো আত্মীয় না থেকে থাকে তবে উক্ত ব্যক্তির প্রতিবেশীরা তার শেষকৃত্য সম্পন্ন করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ২০০০ টাকার অনুমান পেয়ে যাবেন।
আবেদনের প্রক্রিয়া:-
রাজ্য সরকারের তরফে কার্যকরী এই প্রকল্পের আওতায় আবেদনের ক্ষেত্রে কোনরূপ আবেদনপত্র কার্যকর করা হয়নি। সমব্যথী প্রকল্পের আওতায় আবেদনের ক্ষেত্রে যেকোনো ব্যক্তিকে একটি সাদা কাগজে অনুদানের জন্য আবেদন জানিয়ে একটি আবেদন পত্র লিখতে হবে এবং রাজ্য সরকারের তরফে উল্লিখিত সমস্ত নথি আবেদন পত্রের সঙ্গে যুক্ত করে তা পঞ্চায়েত অফিসে কিংবা BDO অফিসে জমা দিতে হবে। আবেদন পত্রটিতে যা যা উল্লেখ করতে হবে তা হল:
প্রতি
সমষ্টি উন্নয়ন আধিকারিক
__ (ব্লকের নাম)
মহাশয়,
আমি শ্রী / শ্রীমতি _ (আপনার নাম) পিতা / স্বামী _ (পিতা কিংবা স্বামীর নাম) গ্রাম পোস্ট অফিস _ জেলা , গ্রাম পঞ্চায়েত / মিউনিসিপ্যালিটির স্থায়ী বাসিন্দা হইতেছি। গত তারিখে আমার _ মারা গিয়েছেন। আমার পরিবার দুঃস্থ। শেষকৃত্য করবার আর্থিক সঙ্গতি নাই। সমব্যথী প্রকল্পের আর্থিক সহায়তার জন্য আবেদন জানাইতেছি।
ইতি
আপনার অনুগত
আবেদনের ক্ষেত্রে কি কি নথি প্রয়োজন হবে:-
১. মৃত ব্যক্তির আধার কার্ড।
২. মৃত ব্যক্তি যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তার প্রমাণ পত্র।
৩. ডেথ সার্টিফিকেট কিংবা শ্মশান অথবা কবরস্থান থেকে প্রাপ্ত ডকুমেন্ট।