বদলাতে চলেছে মাধ্যমিক পরীক্ষার্থীদের সিলেবাস, কি বলছে পর্ষদ?

২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এক বিশেষ আপডেট প্রকাশ্যে আনা হলো। চলতি বছরের অর্থাৎ ২০২৩ সালের ৪ ঠা মার্চ তারিখে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হয়েছিল, আর তারপর বিগত মে মাসে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ্যে আনা হয়। শুধু তাই নয়, মাধ্যমিকের ফলাফলের পাশাপাশি প্রকাশ করা হয়েছিল আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সময়সূচিও। ইতিমধ্যেই ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা রীতিমত মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। আর তারই মধ্যে বারবার আবারও সামনে আসলো সিলেবাস বদলের সম্ভাবনা, যার জেরে রীতিমতো আশঙ্কায় রয়েছেন মাধ্যমিক পরীক্ষার্থীরা।

বিভিন্ন সূত্রের তরফে দাবি তোলা হয়েছে যে, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা নতুন সিলেবাসে পরীক্ষা দিতে চলেছেন। শিক্ষা মহলের বিশিষ্ট ব্যক্তিবর্গের একাংশ মনে করছেন খুব শীঘ্রই ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের নতুন সিলেবাস প্রকাশ্যে আনা হবে। যদিও ঠিক উল্টো দাবি প্রকাশ্যে এনেছেন শিক্ষা মহলের বিশিষ্ট ব্যক্তিবর্গের অন্য অংশ। তাদের মতে, আগামী ২০২৪ সালে সমগ্র রাজ্যের ছাত্র-ছাত্রীরা তাদের নির্ধারিত সিলেবাস অনুসারেই মাধ্যমিক পরীক্ষা দেবেন, এক্ষেত্রে কোনো নতুন সিলেবাস আনা হবে না। তবে এই সমস্ত তর্ক-বিতর্কের ঊর্ধ্বে আদালতের তরফেও পর্ষদকে সিলেবাস বদলের নির্দেশ দেওয়া হয়েছে।

the-syllabus-of-madhyamik

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, বিগত বছরের তুলনায় চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার্থী উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় যথেষ্ট চিন্তায় রয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। অন্যদিকে কলকাতা হাইকোর্টের অধীনস্থ মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু পর্ষদকে নতুন করে সিলেবাস তৈরির নির্দেশ দিয়েছেন। এই প্রসঙ্গে হাইকোর্টের বিচারপতি জানিয়েছেন যে, মধ্যশিক্ষা পর্ষদকে ICSE এবং CBSE বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে সিলেবাস তৈরি করা উচিত, এর ফলে রাজ্যের সরকারি স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা বাড়বে এবং বিভিন্ন বেসরকারি স্কুলের আওতায় ছাত্র-ছাত্রীদের ভর্তি করার প্রবণতাও কমানো সম্ভব হবে।

আরও পড়ুন:- সেপ্টেম্বর মাসে রাজ্য জুড়ে দুয়ারে সরকার ক্যাম্প আয়োজিত হতে চলেছে, কি কি সুবিধা পাবেন জেনে নিন।

আর হাইকোর্টের বিচারপতির এইরূপ মন্তব্য থেকেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিকের সিলেবাস বদল আনতে রীতিমতো উঠে পড়ে লেগেছে। এই বিষয়ে এখনও পর্যন্ত কোন সিদ্ধান্ত গ্রহণ না করা হলেও আগামী দিনে যত দ্রুত সম্ভব মাধ্যমিকের সিলেবাসে বদলাতে উদ্যোগী মধ্যশিক্ষা পর্ষদ। রাজ্যের শিক্ষামহলের বিশিষ্ট ব্যক্তিত্বরা মনে করছেন ICSE এবং CBSE বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে সিলেবাস তৈরি তা ছাত্র-ছাত্রীদের জন্য করলে অধিক লাভজনক হবে। ICSE এবং CBSE বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে সিলেবাস তৈরি করার জন্য নতুন বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। তবে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের সিলেবাসে পরিবর্তন আনা হবে কিনা তা নিয়ে পর্ষদের তরফে এখনো পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

Leave a Comment