জীবনে উন্নতির শিখরে পৌছাতে গেলে এই ১০ টি বিষয় মাথায় রাখুন!

প্রত্যেকটা মানুষই জীবনের প্রতি পদে উন্নতি করতে চায় এবং উন্নতির সাথে সাথে সফলতার আশ্বাস পেতে চায়। তবে জীবনের যেকোনো ক্ষেত্রে উন্নতি করতে গেলে নানারকম বাধা-বিপত্তি আসবে, আর সেই সমস্ত বাধা-বিপত্তি কাটিয়ে উন্নতির শিখরে পৌঁছানোর জন্য বেশ কতগুলো বিষয় মাথায় রাখা প্রয়োজন। কয়েকটি ছোট ছোট বিষয়ে মনোনিবেশ করতে পারলেই অত্যন্ত সহজেই উন্নতির শিখর ছোঁয়া সম্ভব। বিশিষ্ট ব্যক্তিদের মতানুসারে জীবনে উন্নতি করার ক্ষেত্রে যে যে বিষয়গুলি মাথায় রাখতে হবে তা হল:-

১. নিজের চিন্তা ভাবনাকে গুরুত্ব দিন এবং কাজের কাঠামো তৈরি করুন:-

অন্যদের পরিকল্পনা কিংবা চিন্তাভাবনাকে বাদ দিয়ে আপনি কি চাইছেন সেই বিষয়টিকে গুরুত্ব দিন। নিজের পছন্দমত বিষয়গুলি নিয়ে কাজ করার একটি আলাদাই আনন্দ রয়েছে। এর ফলে কাজের উৎসাহ যেমন দ্বিগুণ হয়ে যায় ঠিক তেমনভাবেই পরবর্তীতে আরো চ্যালেঞ্জ নিয়ে কাজ করার প্রবণতা বৃদ্ধি পায়। সুতরাং জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নিজের পছন্দ-অপছন্দ এবং ভাবনা গুলিকে গুরুত্ব দিন এবং সেই অনুসারে ছোট ছোট চ্যালেঞ্জ গ্রহণ করার মধ্যে দিয়ে এগিয়ে যান, তাহলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন।

২. ইতিবাচক চিন্তাভাবনা রাখবেন:-

জীবনের যেকোনো ক্ষেত্রে সফল হতে গেলে বাধা-বিপত্তি আসবেই, এমনকি যেকোনো ছোটখাট কাজ সম্পন্ন করার ক্ষেত্রেও নানাভাবে সমস্যার সম্মুখীন হতে হয়। সুতরাং একবার কোনো কাজে ব্যর্থ হলে তা নিয়ে নেতিবাচক ভাবনা চিন্তা করার কোনরূপ কারণ নেই। সবসময় নিজের ওপর ভরসা রাখুন এবং কাজের বিষয়ে ইতিবাচক চিন্তাভাবনা রাখুন তাহলেই জীবনে উন্নতি করতে পারবেন।

৩. নির্দিষ্ট পরিকল্পনা মাফিক চলুন:-

যেকোনো ধরনের কাজ করার ক্ষেত্রে পরিকল্পনা অত্যন্ত জরুরি, কোনো পরিকল্পনা ছাড়া কাজ করলে সফলতা পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়। সুতরাং যেকোনো বিষয় নিয়ে কাজ করবার পূর্বে আপনি কিভাবে কাজটা করতে চাইছেন, কোনরকম সমস্যা হলে পরবর্তীতে কি করবেন, কাজটি সম্পন্ন করার সময় কোন কোন জিনিসগুলি অত্যন্ত প্রয়োজনীয় হতে চলেছে এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে ভালোভাবে ভাবনা চিন্তা করুন এবং উক্ত বিষয় সম্পর্কিত একটি নির্দিষ্ট কাঠামো তৈরি করুন। সমস্ত বিষয়গুলি স্থির করা হলে উক্ত কাজ সম্পর্কিত সমস্ত প্রকার বিষয়গুলিকে লিখে ফেলুন। আপনি চাইলে পরপর কোন ধরনের কাজগুলি করতে হবে, কি কি প্রয়োজন হতে চলেছে, কোন বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন এই সমস্ত বিষয়গুলির একটি তালিকাও করে নিতে পারেন। এতে একদিকে যেমন আপনার কাজ সহজ হয়ে যাবে অন্যদিকে ঠিক তেমনভাবেই কোন রকম ভুল হলে বা সমস্যা হলে আপনি তৎক্ষণাৎ বিষয়গুলিকে ঠিক করে নিতে পারবেন। যার ফলে অত্যন্ত সহজেই কোনরকম সমস্যা ছাড়া নিজের কাজ সম্পন্ন করতে পারবেন এবং কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন।

৪. নিজের ভুল ত্রুটিগুলিকে চিহ্নিত করার চেষ্টা করুন:-

অনেক সময় দেখা যায় আমাদের নানা রকম ছোট ছোট ভুল ত্রুটির কারণে আমরা বারংবার পিছিয়ে পড়ি। সুতরাং যেকোনো কাজ করার সময় নিজের ছোট ছোট ভুল ত্রুটিগুলির দিকে নজর দিন, কোনরকম ভুলের কারণে কাজটি ভুল পথে এগোচ্ছে কি না সেই বিষয়টি নিশ্চিত করুন। নিজের ভুল, ত্রুটিগুলিকে চিহ্নিত করার মাধ্যমে শুধরে নিতে পারলেই জীবনের সমস্ত ক্ষেত্রে উন্নতি করতে পারবেন।

৫. যে বিষয়গুলি মনোযোগে বাধা দেয় সেই সমস্ত বিষয়গুলি দূরে রাখুন:-

যে বিষয়গুলি কাজে মনোযোগ দিতে বাধা দেয় সেই সমস্ত বিষয়গুলি থেকে নিজেকে দূরে রাখুন। বিভিন্ন ক্ষেত্রের রিপোর্টে প্রকাশিত তথ্য অনুসারে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলি মনোযোগে ব্যাঘাত ঘটায়, সুতরাং কাজ করার সময় এই সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলিকে বন্ধ রাখুন। এছাড়াও যে সমস্ত বিষয়গুলি মনোযোগে বাধা দেয় সেই সমস্ত বিষয়গুলিকে দূরে সরিয়ে কাজে মনোযোগ দিন, তাহলেই আপনি নিজের কাজের ক্ষেত্রে উন্নতি করতে পারবেন।

আরও পড়ুন:- ৪৪৬ টি বেসরকারি স্কুলের লাইসেন্স বাতিলের হুশিয়ারি মধ্য শিক্ষা পর্যদের। কেন এই সিদ্ধান্ত?

৬. কখনোই নিজেকে সন্দেহ করবেন না:-

জীবনে খারাপ পরিস্থিতি, খারাপ সময় আসবে, আর তার প্রভাবে আপনার বিভিন্ন কাজে সমস্যা দেখা দিতে পারে। তবে এর জন্য কখনোই নিজের কর্মদক্ষতার ওপর সন্দেহ করবেন না। সব সময় নিজের ওপর বিশ্বাস রাখবেন এবং সৎ পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তাহলেই জীবনের খারাপ সময় কাটিয়ে উঠতে পারবেন এবং নিজের কাজের মধ্যে দিয়ে জীবনে উন্নতি করতে পারবেন।

৭. আগামীতে আপনি কি করতে চাইছেন তার একটি নির্দিষ্ট প্ল্যান তৈরি করুন:-

আপনি আগামী এক বছরে কি কি করতে চাইছেন এবং জীবনের কোন কোন ক্ষেত্রে কি কি ধরনের উদ্যোগ নিতে চাইছেন তার একটি নির্দিষ্ট তালিকা তৈরি করুন এবং পরবর্তীতে ওই সমস্ত কাজের ক্ষেত্রে কিভাবে এগোতে চাইছেন তার একটি স্পষ্ট তালিকা তৈরি করুন। এতে যেমন আপনার লক্ষ্য স্থির করতে সুবিধা হবে এবং লক্ষ্য স্থির থাকলে আপনি এই সমস্ত কাজগুলি সঠিকভাবে করার মাধ্যমে নিজে কর্মক্ষেত্রে বা নিজের জীবনে সমস্ত দিকেই উন্নতি করতে পারবেন।

৮. ফেলে রাখা কাজগুলি সম্পন্ন করুন:-

অনেক সময় দেখা যায় ফেলে রাখা কাজগুলোর কারণে অধিকাংশ ব্যক্তি নিজেদের কাজে মনোযোগ দিতে পারেন না, পুরনো ফেলে রাখা কাজগুলোর চিন্তার কারণে বারবার তাদের মনোযোগে ব্যাঘাত ঘটে। সুতরাং যেকোনো ক্ষেত্রে ভালোভাবে এগিয়ে যাওয়ার জন্য প্রথমেই ফেলে রাখা কাজগুলিকে সম্পন্ন করুন তারপর ধীরে ধীরে নতুন কাজগুলিতে মনোনিবেশ করুন। এতে যেমন ফেলে রাখা কাজগুলো শেষ হবে, ঠিক তেমনভাবেই কোনোরকম ব্যাঘাত ছাড়াই নতুন কাজগুলিকেও শেষ করতে পারবেন।

৯. ইতিবাচক মানুষের সঙ্গে সম্পর্ক রাখুন:-

আমাদের চারপাশে যেমন ইতিবাচক মানুষের রয়েছেন ঠিক তেমনভাবেই প্রচুর নেতিবাচক মানুষও রয়েছেন। এই সমস্ত ইতিবাচক মনোভাবাপন্ন মানুষেরা আমাদের এগিয়ে যেতে সাহায্য করে, আমাদের সাহস, মনোবল বাড়িয়ে থাকেন; কিন্তু নেতিবাচক মনোভাবাপন্ন মানুষের জন্য আমাদের জীবনে নানা ধরনের সমস্যা সৃষ্টি হয় এমনকি আমাদের আত্মবিশ্বাস পর্যন্ত ভেঙে যায়। সুতরাং আপনার ভালো বন্ধু, পরিবারের সদস্য, যে সমস্ত মানুষ আপনাকে এগিয়ে যেতে ভরসা যোগান তাদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন।

১০. মাঝে মাঝে ছুটি নিন:-

জীবনে উন্নতি করার ক্ষেত্রে শুধুমাত্র চোখ, কান বুজে কাজ করতে হবে এমনটা নয়, মাঝে মাঝে ছুটি নেওয়াটাও একইভাবে প্রয়োজন। মাঝে মাঝে নিজের বাবা, মা, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কিম্বা বন্ধুদের সঙ্গে ঘুরতে যান, ভালো সময় কাটান। এতে কাজের প্রতি মনোযোগ বাড়বে। এছাড়াও কাজ থেকে ছুটি নিয়ে বই পড়ে, গান শুনেও বেশ খানিকটা সময় কাটাতে পারেন, এতেও পরবর্তীতে মনোযোগ বৃদ্ধি পায়।

Leave a Comment