পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জীবনের সবথেকে বড় পরীক্ষা মাধ্যমিক হলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা আরো খানিকটা বিশেষ গুরুত্বের দাবিদার। কারণ উচ্চ মাধ্যমিকের ফলাফলের উপরেই রাজ্যের ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার পথ সুগম হয়। অন্যদিকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট শিক্ষার্থীদের ভবিষ্যত এবং ক্যারিয়ারের দিক থেকেও বিশেষ গুরুত্বপূর্ণ। তাই উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে রাজ্যে ছাত্র-ছাত্রীদের থেকে শুরু করে শিক্ষক এবং অভিভাবকদের চিন্তার অন্ত নেই। আর তাই সমগ্র রাজ্যের ছাত্র-ছাত্রী সহ অভিভাবকদের চিন্তা মুক্ত করার জন্য পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশের পাশাপাশি আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার রুটিনও প্রকাশ্যে আনা হয়ে থাকে।
চলতি বছরেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই আগামী বছরের অর্থাৎ ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি উচ্চ মাধ্যমিকের রুটিন সংক্রান্ত আরো এক বিশেষ বিষয় সামনে হয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। আর তাতেই রাজ্যের ছাত্রমহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন সহ উচ্চ মাধ্যমিক সংক্রান্ত কোন বিশেষ বিষয় সামনে আনা হয়েছে তা নিয়ে বারংবার প্রশ্ন তোলা হয়েছে। আর আজকের এই পোস্টে আমরা রাজ্যের ছাত্র মহলের এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই হাজির হয়েছি।
উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক:-
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে প্রকাশিত এক নির্দেশিকা মারফত আগামী বছরে অর্থাৎ ২০২৪ সালে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, আগত ২০২৪ সালের ১৬ ই ফেব্রুয়ারি তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে আর তার শেষ হবে ২৯ শে ফেব্রুয়ারি ২০২৪ তারিখে। বিষয়ভিত্তিক পরীক্ষার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের ৩ ঘণ্টা ১৫ মিনিট সময় দেওয়া হবে, প্রথম ১৫ মিনিট ছাত্র-ছাত্রীদের প্রশ্ন পড়ার জন্য বরাদ্দ করা হয়েছে। যদিও ইতিপূর্বে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা ১০ টা থেকে শুরু করা হতো এবং তার চলত ১ টা ১৫ মিনিট পর্যন্ত। তবে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়ের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। আগামী ২০২৪ সালে ছাত্র-ছাত্রীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে দুপুর ১২ টা থেকে এবং তা শেষ হবে ৩ টা ১৫ মিনিটে। বিষয়ভিত্তিক পরীক্ষার ক্ষেত্রে যে যে তারিখগুলি নির্ধারিত করা হয়েছে, তা হলো:
১৬ ই ফেব্রুয়ারি ২০২৪:- পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে যে, ১৬ ই ফেব্রুয়ারি ২০২৪ তারিখ, শুক্রবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রথম ভাষার পরীক্ষা রয়েছে। এক্ষেত্রে ছাত্র-ছাত্রীরা প্রথম ভাষা হিসেবে বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু, গুজরাটি এবং পাঞ্জাবি ভাষার মধ্যে থেকে যেকোনো একটি ভাষাকে নির্বাচন করে নিতে পারবেন।
১৭ ই ফেব্রুয়ারি ২০২৪:- ১৭ ই ফেব্রুয়ারি ২০২৪ তারিখ, শনিবার নানাবিধ ভোকেশনাল বিষয়ের পরীক্ষা রয়েছে। এই দিন হেলথকেয়ার, অটোমোবাইল, অরগানাইজড রিটেইলিং, সিকিউরিটি, আই টি এবং আই.টি.ই.এস, ইলেক্ট্রনিক্স, ট্যুরিজিম, হসপিটালিটি, পাম্বলিং, কন্সট্রাকশন, অপারেল, বিউটি এন্ড ওয়েলনেস, এগ্রিকালচার এবং ভোকেশনাল সাবজেক্ট এর উপর পরীক্ষা নেওয়া হবে।
১৯ শে ফেব্রুয়ারি ২০২৪:- ১৯ শে ফেব্রুয়ারি ২০২৪, সোমবার উচ্চমাধ্যমিকের দ্বিতীয় ভাষার পরীক্ষা আয়োজন করা হবে বলেই জানানো হয়েছে উক্ত নির্দেশিকায়। প্রথম ভাষার মতোই দ্বিতীয় ভাষার ক্ষেত্রেও একাধিক ভাষার মধ্যে থেকে শিক্ষার্থীদের পছন্দ মাফিক ভাষা নির্বাচনের সুযোগ রয়েছে। এইদিন ইংরেজি, বাংলা, হিন্দি, নেপালি এবং অল্টারনেটিভ ইংলিশ -এর পরীক্ষা গ্রহণ করা হবে।
২০ শে ফেব্রুয়ারি ২০২৪:- ২০ শে ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ইকোনমিক্স পরীক্ষা রয়েছে।
২১ শে ফেব্রুয়ারি ২০২৪:- ২১ শে ফেব্রুয়ারি ২০২৪, বুধবার উচ্চ মাধ্যমিকের ফিজিক্স, নিউট্রিশিয়ান, এডুকেশন, একাউন্টান্সি -এর পরীক্ষা রয়েছে।
আরও পড়ুন:- আবেদন করুন জি পি বিড়লা স্কলারশিপে এবং পেয়ে যান বার্ষিক ৫০ হাজার টাকা
২২ শে ফেব্রুয়ারি ২০২৪:- ২২ শে ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার কম্পিউটার সাইন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিকাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস -এর পরীক্ষা গ্রহণ করা হবে বলেই জানানো হয়েছে উচ্চ শিক্ষা সংসদের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে।
২৩ শে ফেব্রুয়ারি ২০২৪:- উচ্চ শিক্ষা সংসদের তরফে জারি করা নির্দেশিকা অনুসারে, ২৩ শে ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার কমার্শিয়াল ল এবং প্রিলিমিনারিজ অফ অডিটিং, ফিলোজফি, সোসিওলজি -এর বিষয়ভিত্তিক পরীক্ষা গ্রহণ করা হবে।
২৪ শে ফেব্রুয়ারি ২০২৪:- ২৪ শে ফেব্রুয়ারি ২০২৪, শনিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কেমিস্ট্রি, জার্নালিজম এবং মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সি, আরবি, ফ্রেঞ্চ -এর বিষয়ভিত্তিক পরীক্ষা রয়েছে।
২৭ শে ফেব্রুয়ারি ২০২৪:- ২৭ শে ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার উচ্চ মাধ্যমিকের গণিত, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, এগ্রোনোমি, ইতিহাস বিষয়ের পরীক্ষা গ্রহণ করা হবে।
২৮ শে ফেব্রুয়ারি ২০২৪:- ২৮ শে ফেব্রুয়ারি ২০২৪, বুধবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বায়োলজিক্যাল সাইন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সাইন্স এর বিষয়ভিত্তিক পরীক্ষা রয়েছে।
২৯ শে ফেব্রুয়ারি ২০২৪:- উচ্চ শিক্ষা সংসদের নির্দেশিকা অনুসারে ২৯ শে ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার স্ট্যাটিসটিকস, ভূগোল, কস্টিং এবং ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট এবং ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট -এর পরীক্ষা নেওয়া হবে।
উচ্চ মাধ্যমিকের রুটিন প্রকাশের পাশাপাশি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জারি করা নির্দেশিকায় আরো জানানো হয়েছে যে, হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন, ভিজ্যুয়াল আর্টস, মিউজিক এবং ভোকেশনাল বিষয়গুলির পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে মাত্র ২ ঘণ্টা সময় পাবেন ছাত্র-ছাত্রীরা। এর পাশাপাশি এই নির্দেশিকার মাধ্যমে রাজ্যের সমস্ত স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে ১ লা ডিসেম্বর ২০২৩ থেকে শুরু করে ১৫ ই ডিসেম্বর ২০২৩ তারিখের মধ্যে রাজ্যের ছাত্র-ছাত্রীদের সমস্ত প্রকার প্র্যাকটিক্যাল পরীক্ষা গ্রহণের প্রক্রিয়া শেষ করা হয়।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত বিশেষ ঘোষণাটি কি?
আগামী ২০২৪ সালে লোকসভা নির্বাচন আয়োজিত হতে চলেছে। আর এই নির্বাচনের কারণে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে যাতে কোনোরকম সমস্যা না হয় তার জন্যই আগামী ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রায় ১ মাস এগিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আগামী বছর যে সমস্ত ছাত্র-ছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছেন তারা উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে খানিকটা হলেও কম সময় পাবেন, এমনটাই দাবি করা হচ্ছে বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত রিপোর্টে।