ভারতের কেন্দ্র সরকারের তরফে সমগ্র ভারতবর্ষের সুবিধার খাতিরে বিভিন্ন ধরনের প্রকল্প, যোজনা, স্কিম কার্যকর করা হয়েছে। তবে এই সমস্ত প্রকল্প কিংবা স্কিম অথবা জরুরী যেকোনো নথির জন্য আবেদনের ক্ষেত্রে ভারতীয় জনগণকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের লম্বা লাইনে দাঁড়িয়ে ফর্ম সহ প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হয়। আর বর্তমানে সাধারণ মানুষকে এই সমস্যা থেকে মুক্তি দিতে কেন্দ্রীয় সরকারের তরফে বিভিন্ন ধরনের ওয়েবসাইট এবং ওয়েব পোর্টাল কার্যকর করা হয়েছে যার মাধ্যমে ভারতীয় নাগরিকরা বাড়িতে বসেই কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী বিভিন্ন ধরনের পরিষেবা হাতের মুঠোয় পেয়ে যাবেন।
এবারে কেন্দ্র সরকারের নির্দেশ অনুসারে পরিবহণ দপ্তরের তরফেও এমন এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে যার মাধ্যমে ভারতের সাধারণ জনগণ বাড়িতে বসেই লার্নার লাইসেন্সের জন্য আবেদন সহ অন্যান্য পরিষেবা বাড়িতে বসেই অত্যন্ত সহজে নিজের হাতের মুঠোয় পেয়ে যাবেন। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে নানাবিধ তথ্য প্রকাশে আসায় কিভাবে বাড়িতে বসেই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন জানানো সম্ভব তা জানতে ভারতের সাধারণ মানুষ উৎসুক হয়ে উঠেছেন। তবে আপনি কি জানেন ড্রাইভিং লাইসেন্সে আবেদন করার জন্য একটি অন্যতম প্রয়োজনীয় নথি হল লার্নার লাইসেন্স। সুতরাং আপনিও যদি আপনার ড্রাইভিং লাইসেন্স হাতে পেতে চান তবে আপনার লার্নার লাইসেন্স থাকা অবশ্যক। আর এখন পরিবহণ দপ্তরের তরফে কার্যকরী ওয়েবসাইটে দৌলতে আপনারা বাড়িতে বসেই লার্নার লাইসেন্সের জন্য আবেদন জানাতে পারবেন, এমনকি বাড়িতে বসেই লার্নার লাইসেন্স -এর জন্য প্রয়োজনীয় পরীক্ষা পর্যন্ত দিতে পারবেন।
কিভাবে বাড়িতে বসেই লার্নার লাইসেন্সের জন্য আবেদন জানাতে পারবেন:-
১. বাড়িতে বসেই লার্নার লাইসেন্স পাওয়ার জন্য আপনাকে পরিবহণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://parivahan.gov.in/parivahan/ -এ যেতে হবে। এরপর হোম পেজ -এর মেনু বারে থাকা Online Services অপশনটি বেছে নিন।
২. উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে পরিবহণ দপ্তরের পরিষেবা সংক্রান্ত অনেকগুলি অপশন আসবে। এই অপশনগুলির মধ্যে থেকে Driving Licence related services অপশনে ক্লিক করুন এবং পরবর্তীতে আপনার সামনে যে নতুন পেজটি আসবে তার নিচের দিকে থাকা Please select the State from where the service is to be taken অপশনের অধীনে আপনার রাজ্যের নামটি সঠিকভাবে সিলেক্ট করে নিন।
৩. পরবর্তীতে আপনার সামনে আসা পেজটিতে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত নানা ধরনের পরিষেবা পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় অপশনগুলি দেখতে পাবেন। এই সমস্ত অপশন গুলির মধ্যে APPLY FOR LEARNER LICENCE অপশনটিতে ক্লিক করুন।
৪. উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে পুনরায় একটি নতুন পেজ আসবে যাতে লার্নার লাইসেন্সের জন্য আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ধাপগুলি সম্পর্কে উল্লেখ করা থাকবে। সমস্ত ধাপগুলি সম্পর্কে পড়ে নিয়ে CONTINUE অপশনে ক্লিক করুন।
৫. পরবর্তীতে আপনাকে আপনার ক্যাটাগরি নির্বাচন করে নিতে হবে। আপনি যদি একজন সাধারণ ভারতীয় নাগরিক হয়ে থাকেন তবে GENERAL অপশনে ক্লিক করুন এবং আপনি যদি একজন এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তবে EX SERVICEMAN অপশনে ক্লিক করুন। আপনি যদি বিশেষভাবে সক্ষম হয়ে থাকেন তবে Divyang অপশনটি নির্বাচন করে নেবেন।
৬. এরপর ওই পেজেই আপনি কতগুলি অপশন দেখতে পারবেন। এক্ষেত্রে আপনার যদি কোনরূপ ড্রাইভিং লাইসেন্স কিংবা লার্নার লাইসেন্স না থাকে তবে Applicant does not hold any Driving/Learner Licence issued in India অপশনটি বেছে নিন এবং উক্ত পেজে থাকা SUBMIT অপশনে ক্লিক করুন।
আরও পড়ুন:- অলসতা দূর করতে চান? জেনে নিন অলসতা দূর করবার আটটি সহজ পদ্ধতি।
৭. উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে পুনরায় একটি নতুন পেজ আসবে যাতে আপনি Submit via Aadhaar Authentication এবং Submit without Aadhaar Authentication নামক দুটি অপশন দেখতে পারবেন। আপনি যদি বাড়িতে বসেই পরীক্ষা দিতে চান তবে Submit via Aadhaar Authentication অপশনটি বেছে নিন এবং আপনি যদি আরটিও অফিসে গিয়ে পরীক্ষা দিতে চান তবে Submit without Aadhaar Authentication অপশনটি বেছে নিন। বাড়িতে বসেই লাইসেন্স পাওয়ার জন্য আপনি Submit via Aadhaar Authentication অপশনে ক্লিক করুন এবং এরপর উক্ত পেজে থাকা Submit অপশনে ক্লিক করুন।
৮. এরপর আপনাকে আপনার আধার নম্বরটি সঠিকভাবে লিখতে হবে এবং GENERATE OTP অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে OTP ভেরিফিকেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করে নিচে থাকা টার্মস এন্ড কন্ডিশন গুলিতে ক্লিক করে Authenticate অপশনে ক্লিক করুন।
৯. উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনার নাম, আপনারা পিতার নাম, জন্ম তারিখ, ঠিকানা সহ সমস্ত তথ্য আপনার স্ক্রিনে চলে আসবে। এরপর আপনাকে Proceed অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনি কোন RTO অফিসের অধীনে লার্নার লাইসেন্সটি করতে চান, আপনার শিক্ষাগত যোগ্যতা, জন্মস্থান, ব্লাড গ্রুপ, মোবাইল নম্বর সহ আপনার ঠিকানা সংক্রান্ত বিভিন্ন প্রকার তথ্য সঠিকভাবে উল্লেখ করতে হবে।
১০. এরপর আপনি কোন ধরনের গাড়ির ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন জানাচ্ছেন তা সঠিকভাবে নির্বাচন করুন এবং আপনি যদি ড্রাইভিং স্কুলের অধীনে ড্রাইভিং শিখে থাকেন তবে ড্রাইভিং স্কুলের নাম সঠিকভাবে উল্লেখ করবেন।
১১. পরবর্তীতে আপনাকে Self declaration ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে এবং Submit অপশনে ক্লিক করে ফর্মটি সাবমিট করতে হবে। এরপর Back অপশনে ক্লিক করে মূল ফর্মে ফেরত আসুন এবং ফর্মের নিচে থাকা প্রশ্নগুলির উত্তর সঠিকভাবে প্রদান করে Submit অপশনে ক্লিক করুন। তাহলেই আপনার লার্নার লাইসেন্সের জন্য ফর্ম পূরণের প্রক্রিয়াটি সম্পন্ন হবে এবং আপনার সামনে আপনার অ্যাপ্লিকেশন আইডিটি চলে আসবে। এরপর Print Acknowledgement অপশন ক্লিক করে Acknowledgement form টিকে ডাউনলোড করে নিয়ে Next অপশনে ক্লিক করুন।
১২. এরপর পুনরায় আপনার সামনে একটি ফর্ম আসবে এক্ষেত্রে ক্যাপচা কোডটি পূরণ করে সাবমিট অপশনে ক্লিক করুন। পরবর্তীতে আপনার সামনে পুনরায় যে পেজটি আসবে তাতে থাকা Click Here অপশন এ ক্লিক করে অ্যাভেলেবেল স্লটগুলি সম্পর্কে জেনে নিতে পারবেন। এরপর উক্ত পেজের নিচের দিকে থাকা Proceed অপশনে ক্লিক করে ফি পেমেন্টের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
১৩. এরপর আপনাকে একটি নির্দিষ্ট স্লট বুক করতে হবে এবং নির্দিষ্ট তারিখের নির্দিষ্ট সময়ে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে লার্নার লাইসেন্স পাওয়ার জন্য প্রয়োজনীয় পরীক্ষাটি দিতে হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি আপনার লার্নার লাইসেন্সটি হাতে পেয়ে যাবেন।