জীব জগতের বিভিন্ন প্রকার প্রাণীর মধ্যে পাখি অন্যতম। পৃথিবীতে নানাবিধ অঞ্চলের আবহাওয়া জলবায়ুতে পার্থক্যের দরুণ সমগ্র পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়। এই সমস্ত পাখিদের নিজস্ব বাসা বাঁধার পদ্ধতি থেকে শুরু করে বাসস্থান, খাদ্য এবং সন্তান লালন-পালনের পদ্ধতি পৃথক। আর তাতেই সমগ্র বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী নানাবিধ পাখির বিভিন্ন প্রকার আশ্চর্য কান্ড কারখানা সম্পর্কে আমরা জানতে পারি।
তবে পৃথিবীতে এমন এক বিশেষ ধরনের পাখি রয়েছে যারা উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে এবং ডিম মাটিতে পড়ার আগেই ডিম ফুটে বাচ্চা বেরিয়ে পড়ে। স্বভাবতই এমন আশ্চর্য ঘটনা সমগ্র বিশ্ববাসীকে কৌতুহলী করে তুলেছে, যার জেরে কোন পাখির ক্ষেত্রে এরূপ আশ্চর্য ঘটনা পরিলক্ষিত হয় তা জানতে রীতিমতো উৎসাহী হয়ে উঠেছেন। আর তাই আজকের এই পোস্টে আমরা এই বিশেষ পাখি সম্পর্কিত বেশ কিছু তথ্য তুলে ধরতে চলেছি।
আরও পড়ুন:- ‘ইউ/এ’ শংসাপত্র নয় ‘এ’ শংসাপত্র নিয়েই আগস্ট মাসে প্রকাশিত হতে চলেছে ও মাই গড ২।
আমরা আমাদের চারপাশে যে সমস্ত পাখিগুলিকে দেখে থাকি তাদের বাসা তৈরি থেকে শুরু করে খাদ্যাভ্যাস পৃথক হলেও প্রতিটি পাখিই নির্ধারিত সময় নিজস্ব বাসা তৈরি করে এবং সেই বাসায় ডিম পাড়ে। পরবর্তীতে মা পাখি ওই ডিমের তা দেয় এবং ডিম ফুটে বাচ্চা বেরোলে তাকে অত্যন্ত যত সহকারে লালন-পালন করে বড় করে তোলে। তবে পাখির জগতে বিস্ময়ের অভাব নেই। আর তেমনি এক বিস্ময়জনক পাখি হলো হোমা পাখি, এই পাখি রেসিংহোমা নামেও বিশেষ পরিচিত। ভারতজুড়ে এই পাখির দেখা না মিললেও হোমা পাখি বংশানুক্রমে সাউথ ইস্ট এশিয়ার বাসিন্দা। তবে সাউথ ইস্ট এশিয়ার বাসিন্দা হলেও হোমা পাখি নিজের অভিনব কায়দায় ডিম পাড়ার পদ্ধতি জন্য জগৎ বিখ্যাত।
মূলত এই পাখি উঁচু থেকে নিজের ডিম ফেলে দেয়, তবে মাটিতে পড়ার আগেই সেই ডিম ফুটে বাচ্চা বের হয়ে এবং নিজের মায়ের কাছে ফিরে যায়। বিশেষ কিছু ক্ষেত্রে হোমা পাখিকেও বাসা তৈরি করে ডিমের তা দিয়ে ডিম ফোটাতে দেখা যায়। যদিও অধিকাংশ ক্ষেত্রেই হোমা পাখিকে বহু উঁচু থেকে নিজের ডিম ফেলে দিতে দেখা যায়। প্রসঙ্গত উল্লেখ্য, হোমা পাখিকে সাধারণত বিভিন্ন পাখির সঙ্গে লড়াইয়ের কাজে ব্যবহার করা হয়ে থাকে। অন্যদিকে, হোমা পাখি ডিমের কুসুম এবং খোলা মাটির উর্বরতা বৃদ্ধি করে থাকে। বিশ্বের বাজারে হোমা পাখির দাম কিন্তু অত্যন্ত বেশি। প্রতি জোড়া হোমা পাখির দাম ৩০০০ টাকা থেকে ৫০০০ টাকা, যদিও সাদা রঙের হোমিও পাখির দাম আরো বেশি।