সময়ের সাথে সাথে সমগ্র পশ্চিমবঙ্গের সামাজিক অর্থনৈতিক পরিস্থিতির পাশাপাশি রাজ্যের শিক্ষা ব্যবস্থারও ক্রমোন্নতি ঘটেছে। আর সময় যতই এগিয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় ছাত্র-ছাত্রীদের সিলেবাস থেকে শুরু করে, পরীক্ষা পদ্ধতি, ছাত্র-ছাত্রীদের যোগ্যতার মাপকাঠি এবং শিক্ষা ব্যবস্থার কাঠিন্যও পরিবর্তন হয়েছে। একটা সময় ছিল যখন ৬০ শতাংশ নম্বরকে যথেষ্ট ভালো নম্বর বলে গণ্য করা হতো, আর বর্তমানে সেখানে বাংলার প্রতি ঘরের ছাত্র-ছাত্রীরা ৭০ থেকে ৮০ শতাংশ নম্বর পেয়ে থাকেন। তবে শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি এবং নম্বর কাঠামোয় আমূল পরিবর্তন করা হলেও এখনো পর্যন্ত রাজ্যের সাধারণ জনগণের মধ্যে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের মতো বড় পরীক্ষাগুলির ক্ষেত্রে লেটার মার্কস এবং স্টার মার্কসের ধারণা রয়েই গেছে। তবে এক্ষেত্রে যে প্রশ্নটি রয়ে যায় তা হল, ৮০ শতাংশ নম্বরকে লেটার মার্কস কেন বলা হয়ে থাকে?
আর এই প্রশ্নের উত্তরে বলতে হয় যে, বহুকাল ধরেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মত পরীক্ষাগুলিতে সসম্মানে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের লেটার অথবা চিঠির মাধ্যমে সম্মান প্রদর্শন করার প্রথা চলে আসছে। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে উৎসাহ প্রদানের জন্য ৮০ শতাংশ নম্বরের অধিকারী ছাত্র-ছাত্রীদের মেধাবী ছাত্র বা ছাত্রী হিসেবে গণ্য করা হতো এবং যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ৮০ শতাংশ বা তার তুলনায় বেশি সেই সকল ছাত্র-ছাত্রীকে লেটারের মাধ্যমে বিশেষ সম্মান প্রদান করা হতো, তাই ৮০ শতাংশ নম্বরকে লেটার মার্কস বলা হয়, এমনটাই মনে করছেন শিক্ষা মহলের বিশিষ্ট ব্যক্তিত্বরা।
তবে এর পাশাপাশি লেটার মার্কস নিয়ে আরো একটি বিশেষ মতবাদ প্রচলিত রয়েছে, লেটার মার্কসের সঙ্গে জড়িত এই মতবাদটি বেশ মজার এবং ইংরেজি বর্ণমালার অক্ষরগুলির সঙ্গে সম্পর্কিত। এই মতবাদ অনুসারে LETTER শব্দে থাকা বর্ণগুলিকে যদি তাদের অবস্থান অনুসারে নাম্বারিং করা হয় তবে LETTER শব্দটির সমস্ত বর্ণগুলির নম্বরের যোগফল ৮০ হবে। অন্যভাবে বলতে গেলে, ইংরেজি বর্ণমালা অনুসারে L হল ১২ তম বর্ণ, E হল ৫ তম বর্ণ, T হল ২০ তম বর্ণ এবং R ১৮ তম বর্ণ৷ সুতরাং L + E + T +T + E + R = ১২ + ৫ + ২০ + ২০ + ৫ + ১৮ = ৮০৷
আরও পড়ুন:- শাক খেলে কি উপকার পাবেন, কোন কোন শাকে কি কি ভিটামিন রয়েছে, জেনে নিন।
যদিও এই মতবাদগুলির মধ্যে কোনটি ঠিক আর কোনটি ভুল, তা হিসেব করা ভীষণ মুশকিল। রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যে লেটার মার্কস -এর ধারণার পাশাপাশি কিভাবে লেটার মার্কসের উৎপত্তি হল তা সংক্রান্ত এই ধারণাগুলিও রয়ে গিয়েছে। তবে দীর্ঘদিনের পরিশ্রমের পর মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের সময় রেজাল্টে লেটার মার্কসের উল্লেখ থাকলে তা ছাত্র ছাত্রী এবং অভিভাবকদের জন্য বিশেষ গর্বের বিষয় হয়ে দাঁড়ায়। মাধ্যমিক পরীক্ষার জন্য প্রত্যেক ছাত্র-ছাত্রীই যথেষ্ট মনোযোগ সহকারে পড়াশোনা করার পাশাপশি অফুরন্ত পরিশ্রম করে থাকেন, আর রেজাল্ট প্রকাশের সময় রেজাল্ট কার্ডে স্টার মার্কস কিংবা লেটার মার্কস -এর মত নম্বরগুলির উল্লেখ থাকলে তা ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকদের জন্যও এক বিশেষ পুরস্কারের সামিল হয়ে দাঁড়ায়।