সঞ্চয়ের প্রয়োজনই হোক বা কর্মক্ষেত্রের প্রয়োজনে, অথবা ভারতের কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন রাজ্যগুলির রাজ্য সরকারের তরফে কার্যকরী প্রকল্পের অনুদান বা ভাতার টাকা পাওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন হয়েই থাকে। আর তাই সমগ্র ভারতের সাধারণ মানুষের কোনো না কোনো ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছেই। তবে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় যে ফর্ম পূরণ করতে হয় সেটি একটু ভালো করে লক্ষ করলেই দেখতে পাবেন যেকোনো ব্যাংকের যেকোনো ধরনের অ্যাকাউন্টে নমিনির নাম উল্লেখ করতে হয়। কিন্তু কেন নমিনির নাম উল্লেখ করা প্রয়োজন, তা জানেন কি?
মূলত ব্যাংক একাউন্টে নমিনেশন বা নমিনি বলতে এমন একজন ব্যক্তিকে বোঝানো হয়ে থাকে, অ্যাকাউন্টের মূল মালিকের মৃত্যু ঘটলে যিনি একাউন্টের সমস্ত টাকার মালিকানা পাবেন। অর্থাৎ যেকোনো ব্যাংক অ্যাকাউন্টের নমিনি বলতে এমন একজন ব্যক্তিকে বোঝায় যিনি বিনিয়োগকারীর মৃত্যুর পর তার সমস্ত বিনিয়োগ, বীমা বা সম্পত্তির মালিকানা পাবেন। এমনকি এক ব্যক্তির একই ব্যাংকের অধীনস্ত অ্যাকাউন্টে যে একজনকেই নমিনি রাখতে হবে তা নয়, ভিন্ন ভিন্ন ধরনের ব্যাংক অ্যাকাউন্টে ভিন্ন ভিন্ন ব্যক্তিকে নমিনি রাখা যেতে পারে। অর্থাৎ একই ব্যাংকে থাকা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট এবং রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে ভিন্ন ভিন্ন ব্যক্তিকে নমিনি হিসেবে রাখা যেতে পারে।
তবে যেকোনো একটি ব্যাংক অ্যাকাউন্টের নমিনি হিসেবে একজন ব্যক্তিকেই নির্ধারণ করতে হবে। অর্থাৎ আপনার একটি সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের জন্য হোক বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টের জন্য একজন ব্যক্তিকে নমিনি রূপে নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে উক্ত ব্যক্তি যদি নন রেসিডেন্ট ইন্ডিয়ান বা এনআরআই হন তাহলেও কোন সমস্যা নেই, তবে নমিনি NRI হলে নমিনিকে অর্থ ফেরত দেওয়ার সময় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অনুমতি প্রয়োজন হবে। এমনকি আপনি চাইলে নিজের ব্যাংক অ্যাকাউন্ট কিংবা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টের নমিনির নামও পরিবর্তন করতে পারেন। কিন্তু এক্ষেত্রে মূল যে বিষয়টি নিয়ে প্রশ্ন রয়ে যায় তা হল, কোনো ব্যক্তি যদি ব্যাংক অ্যাকাউন্টে নমিনি না রাখেন তবে কি হবে? আর এই প্রশ্নের উত্তরে বলতে হয় যে, কোনো ব্যক্তি যদি তার ব্যাংক অ্যাকাউন্টে নমিনি না রাখেন তবে উক্ত ব্যক্তির মৃত্যুর পর তার বিনিয়কৃত সমস্ত টাকা তার আইনসম্মত উত্তরাধিকারীর হাতে পৌঁছাবে।
আরও পড়ুন:- আবেদন করুন MHRD স্কলারশিপে এবং পেয়ে যান সর্বোচ্চ ২০,০০০ টাকার অনুদান।
কিন্তু প্রক্রিয়াটি এতটাও সহজ নয়। যেকোনো নমিনিবিহীন অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হবার পর উক্ত অ্যাকাউন্টে টাকা পাওয়ার ক্ষেত্রে তার আইনসম্মত উত্তরাধিকারী এবং পরিবারকে যথেষ্ট জটিল আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে, যে ব্যক্তির মৃত্যু ঘটেছে তার পরিবারের অবস্থা যথেষ্ট শোচনীয় এবং উক্ত ব্যক্তির বিনিয়োগকৃত টাকা ওই সময় ওই পরিবারের সব থেকে বেশি প্রয়োজন। কিন্তু আইনি বাধার জন্য উক্ত অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পরই উক্ত অ্যাকাউন্টে বিনিয়োগকৃত টাকা তার পরিবারকে দেওয়া সম্ভব হয় না, কিংবা যথেষ্ট সময় পরে অ্যাকাউন্ট হোল্ডারের আইনসম্মত উত্তরাধিকারীকে টাকা ফেরত দেওয়া সম্ভব হয়। যার ফলে মৃত ব্যক্তির পরিবারকে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়। তবে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবার একমাত্র উপায় হল একজন নির্দিষ্ট ব্যক্তিকে ব্যাংক অ্যাকাউন্টের নমিনি রূপে বহাল করা।